Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০

বঙ্গবন্ধু সেতুতে সোয়া ৩ কোটি টাকা টোল আদায়

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুন ২৭, ২০২৩, ১১:১২ এএম


বঙ্গবন্ধু সেতুতে সোয়া ৩ কোটি টাকা টোল আদায়

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পাল্লা দিয়ে ছুটছে দূরপাল্লার যানবাহন। ফলে মহাসড়কে বৃদ্ধি পেয়েছে যানবাহনের চাপ। এর ফলে যানযটসহ থেমে থেমে চলছে যানবাহন।

সোমবার (২৬ জুন) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৭ জুন) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। যানবাহন পারাপার হয়েছে ৪২ হাজার ৫৬০টি।

মঙ্গলবার (২৭ জুন) বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গসহ ২৩টি জেলার যানবাহন চলাচল করে। প্রতিদিন গড়ে প্রায় ২০ হাজার যানবাহন সেতু দিয়ে পারাপার হয়।

ঈদসহ বিভিন্ন উৎসবের ছুটিতে বঙ্গবন্ধু সেতুতে পরিবহন চলাচল বেড়ে যায় কয়েকগুণ। যার ফলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত অতিরিক্ত গাড়ির চাপে যানজট ও ভোগান্তি হয়ে থাকে।

এইচআর

Link copied!