Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

শেহাবি’র ক্যাম্পাসে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৮, ২০২২, ০৬:৩৮ পিএম


শেহাবি’র ক্যাম্পাসে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন

নেত্রকোনার রাজুর বাজার এলাকায় প্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী পালন করা হয়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শেহাবি‍‍`র উপাচার্য ড. গোলাম কবীর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আশরাফ আলী খান খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, শেহাবি’র সাবেক উপাচার্য ড. রফিকউল্লাহ খান, পৌরমেয়র নজরুল ইসলাম খান, পুলিশ সুপার মো: ফয়েজ আহমেদ প্রমূখ।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক আনিস মাহমুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. সুব্রত কুমার আদিত্য প্রমূখ।

এ সময় বিশ্ববিদ্যালয় ইউনিট ছাত্রলীগের নেতাকর্মী, শিক্ষার্থী আলোচনা ও দোয়া মাহফিলে অংশ  নেন।

এদিকে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী পালন করা হয়। সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কেক কাটেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কেএস 

Link copied!