ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ঢাবির মৈত্রী হলে আগুন

ঢাবি প্রতিবেদক

ঢাবি প্রতিবেদক

জানুয়ারি ২৪, ২০২৩, ০৬:৩৪ পিএম

ঢাবির মৈত্রী হলে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল কুয়েত মৈত্রীতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে সাধারণ ছাত্রীরা তাৎক্ষণিক আতঙ্কিত হয়ে পড়লেও কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (২৪ জানুয়ারি ) দুপুর আড়াইটার দিকে এই আগুন লাগার ঘটনার সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হলের বৈধ ছাত্রীদের বিল্ডিংয়ের নিচতলার সিঁড়িতে থাকা বৈদ্যুতিক বোর্ড থেকেই আগুনের সূত্রাপাত হয়। তখন সিড়ি ধোঁয়ায় ছেয়ে যাওয়ায় ছাত্রীরা নিচে না নেমে ছাদে অবস্থান নেন। এসময় দুইজন কর্মচারী ধোঁয়ায় সাময়িক সমস্যায় ভুগলেও তা ঠিক হয়ে যায়। এতে কিছু অব্যবহৃত মালামাল পুড়ে গেলেও জানমালের ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

মৈত্রী হলের আবাসিক ছাত্রী তাইয়্যেবা নাজনীন বলেন, দুপুর দুইটার দিকে হঠাৎ লিগাল ছাত্রীদের পশ্চিম পাশের বিল্ডিংয়ের নিচ তলায় আগুন লাগার পর সিঁড়িতে ধোঁয়ার সৃষ্টি হয়। ছাত্রীরা আতঙ্কিত হলেও কেউ আহত হয়নি। প্রায় ৩০ মিনিট কর্মচারীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে জানতে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্ঘটনাবশত সিঁড়ির নিচে থাকা কিছু অব্যবহৃত জিনিসপত্রে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। শিক্ষার্থীরা সবাই নিরাপদে আছে। জান-মালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হল প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।

কেএস 

Link copied!