Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ মে, ২০২৪,

জাতীয় ইংরেজি বিতর্কে রানার্সআপ নোবিপ্রবি

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৯, ২০২৩, ০৫:৩৯ পিএম


জাতীয় ইংরেজি বিতর্কে রানার্সআপ নোবিপ্রবি

জাতীয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ডিবেটিং সোসাইটির বিতার্কিক দল

শনিবার (৮ জুলাই ) চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির আয়োজনে জাতীয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

জানা যায়, বিতর্ক প্রতিযোগিতাটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৮ টি দল অংশগ্রহন করে। নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মুবদী  রাফিন, কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের একই শিক্ষাবর্ষের পূজা ধর এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মুর্ছনা চক্রবর্তী।

বিতর্কে অংশগ্রহন করা পূজা ধর বলেন, আমাদের ইংলিশ উইং শুরু হয়েছে আজকে সবে মিলে দেড় মাস। এই ধরনের এচিভমেন্টে  আমাদের অনেক মোটিভেট করবে।

নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি সভাপতি নাজমুল ইসলাম বলেন," নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ডিবেটিং সোসাইটি বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চা ও প্রসারে পরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। বিভিন্ন জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির বিতার্কিক দল নিয়মিত সাফল্য পেয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় আজ চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির কর্তৃক আয়োজিত জাতীয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির বিতার্কিক দল।

এইচআর

Link copied!