Amar Sangbad
ঢাকা রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪,

ঢাবিতে রোকেয়া স্মারক বক্তৃতা অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি

ঢাবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ৭, ২০২৪, ০৭:১৩ পিএম


ঢাবিতে রোকেয়া স্মারক বক্তৃতা অনুষ্ঠিত

বেগম রোকেয়ার আদর্শ অনুসরণের জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘রোকেয়া স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এ কথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল মহীয়সী নারী বেগম রোকেয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, লিঙ্গ সমতা নিশ্চিত করার মাধ্যমে তিনি সমাজের পরিবর্তন ঘটাতে চেয়েছিলেন।

উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, নারী-পুরুষ সমান তালে না চললে সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি অর্জন সম্ভব নয়। বেগম রোকেয়ার আদর্শ অনুসরণের জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।

বিভাগের চেয়ারপার্সন ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ‍‍`Gender Disaster Nexus: towards a socially inclusive and intersectionality approach‍‍`   বক্তৃতা দেন।

অনুষ্ঠানে উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ৯ কৃতি শিক্ষার্থীকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ, অনার্স এবং মাস্টার্সে অসাধারণ ফলাফলের জন্য তিন ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়।

ইএইচ

Link copied!