Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ মে, ২০২৪,

জবিতে চারদিন সশরীরে ক্লাস-পরীক্ষা, একদিন অনলাইনে

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

এপ্রিল ৩০, ২০২৪, ০২:০৯ পিএম


জবিতে চারদিন সশরীরে ক্লাস-পরীক্ষা, একদিন অনলাইনে

আগামী রোববার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস-পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সপ্তাহে চারদিন সশরীরে ক্লাস পরীক্ষা হবে। একদিন অনলাইনে ক্লাস হবে।

মঙ্গলবার উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলাম।

তিনি বলেন, আশা করা হচ্ছে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা কমে আসবে। অনেক বিভাগের পরীক্ষা থেমে আছে। শিক্ষার্থীদের সেশনজট রোধে সপ্তাহে চারদিন সশরীরে ক্লাস ও পরীক্ষা হবে। তবে মঙ্গলবার অনলাইনে ক্লাস হবে। আগামী রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে অফিস টাইম কমিয়ে আনা হয়েছে বলে জানান তিনি।

রেজিস্ট্রার বলেন, সশরীরে ক্লাস পরীক্ষার দিনে অফিস সময় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত করা হয়েছে। এবং যেসব বিভাগে শীতাতপ নিয়ন্ত্রিত নয় সেকল বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা নিতে হলে শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাস রুমে আছে এমন বিভাগের সাথে সমন্বয় করে ওই বিভাগে পরীক্ষা নিতে বিভাগীয় চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!