Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪,

জবি শিক্ষার্থীদের শহীদি মার্চ পালন

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

সেপ্টেম্বর ৫, ২০২৪, ০৯:১০ পিএম


জবি শিক্ষার্থীদের শহীদি মার্চ পালন

ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষ্যে ‍‍`শহীদি মার্চ‍‍` পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

এ কর্মসূচিতে অংশ নিতে দুপুর ২টা থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন।

মার্চটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার, দয়াগঞ্জ মোড় হয়ে যাত্রাবাড়ী যায়। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষ্যে আজ রাজধানীসহ দেশব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শহিদদের স্মৃতি ধারণ করে এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করা হয়েছে।

ইএইচ

Link copied!