Amar Sangbad
ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫,

ববিতে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্বে ভিসি

ববি প্রতিনিধি:

ববি প্রতিনিধি:

মে ৪, ২০২৫, ০১:২২ পিএম


ববিতে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্বে ভিসি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব নিজ কাঁধে তুলে নিলেন উপাচার্য (ভিসি) অধ্যাপক শুচিতা শরমিন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৮৮তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

শনিবার সকাল ১১টা থেকে ঢাকার অতিথিশালায় এই বিশেষ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।

ওই সভায় রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় যারা মুচলেকা দেবেন তাদের অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি ফ্যাসিবাদ ও স্বৈরাচারের সমর্থক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বিষয়ে এক সদস্য কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এছাড়াও সেখানে অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে স্বপদে ফেরানোর বিষয়ে আদালতে নির্দেশনা অনুসরণের সিদ্ধান্ত হয়েছে।

জানা যায়, রেজিস্ট্রার গত ১ ফেব্রুয়ারি অবসরে গেছেন। কিন্তু এরপরেও তিনি রেজিস্ট্রারের সব দায়িত্ব পালন করেছেন। সরকারি সুযোগ-সুবিধা আগের মতোই ভোগ করছেন। উপাচার্যের নির্দেশে তার একান্ত সচিব মো. মিজানুর রহমান ৩০ জানুয়ারি এক আদেশ দেন।

সেই লিখিত আদেশে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে পিআরএল স্থগিতের পাশাপাশি সাময়িকভাবে কাজ চালিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। তবে সেই আদেশের কপি অফিশিয়াল কারো কাছে ছিল না।

সিন্ডিকেটের একাধিক সদস্য জানান, রেজিস্ট্রারের এলপিআর গ্রহণ করে তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। রেজিস্ট্রার নিয়োগ না হওয়া পর্যন্ত উপাচার্য ওই পদের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে সিন্ডিকেটকে অবহিত করেন।

এর আগে ববি ক্যাম্পাসে এজেন্ডাবিহীন সভা আয়োজন করলে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের প্রবেশদ্বারের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ অনলাইনে সভা করতে বাধ্য হন। শেষমেশ সেই সভায় উপ-উপাচার্য, ট্রেজারার এবং একমাত্র অধ্যাপক অংশগ্রহণ করেননি।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে থানায় মামলা করেন। এমনকি সভায় অংশগ্রহণ না করায় ববির অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে সিন্ডিকেটের সদস্য থেকে সরিয়ে দেওয়া হয়। সেই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রেজিস্ট্রারসহ কর্মকর্তাদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এই ঘটনাও শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসন থানায় সাধারণ ডায়েরি করেছে।

উদ্ভূত পরিস্থিতির সমাধানকল্পে উপাচার্য ঢাকার অতিথিশালায়  শনিবার সকাল ১১টায় সিন্ডিকেটের বিশেষ জরুরি সভা আহ্বান করেন। উপাচার্যের নির্দেশে সিন্ডিকেটের সচিবের দায়িত্বে থাকা রেজিস্ট্রার মনিরুল ইসলাম এই সভা আহ্বান করেন। সিন্ডিকেটের সভায় সদস্যদের অংশগ্রহণের জন্য সচিবের ৩০ এপ্রিল স্বাক্ষরিত চিঠি এই প্রতিবেদকের কাছে রক্ষিত আছে।

সেই চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে বর্তমান পরিস্থিতি সমাধানকল্পে সিন্ডিকেটের ৮৮তম সভা আহ্বান করা হয়েছে। সভাটি ঢাকাস্থ বরিশাল বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে অনুষ্ঠিত হবে। সভায় অনলাইনে অংশগ্রহণের ব্যবস্থাও রাখা হয়েছে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. রাব্বানী বলেন, সিন্ডিকেটের সভায় রেজিস্ট্রারের ওই পদে উপাচার্য দায়িত্ব পালন করবে বলে সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে রেজিস্ট্রার মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

বিআরইউ

Link copied!