Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫,

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি শিক্ষার্থী

খুবি প্রতিনিধি

খুবি প্রতিনিধি

মে ৭, ২০২৫, ০৭:৪৭ পিএম


মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি শিক্ষার্থী

খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মো. আব্দুল করিম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বুধবার সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাগুরা গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।

নিহত আব্দুল করিম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেশনাল প্রোগ্রাম মাস্টার অব ডেভেলপমেন্ট অ্যান্ড পলিসি স্টাডিজ (এমডিপিএস) ২৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার শিক্ষার্থী নম্বর ছিল এমডিপিএস-২৫১৫১৮।

পারিবারিক সূত্রে জানা যায়, পাওনা টাকা পরিশোধ করতে নিজ গ্রামে যাচ্ছিলেন তিনি। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত বলেন, “আমরা আমাদের শিক্ষার্থী আব্দুল করিমের অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার তাঁর আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।”

সহপাঠীরাও তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, আব্দুল করিম ছিলেন একজন ভদ্র, বিনয়ী ও সহযোগিতাপরায়ণ শিক্ষার্থী। তার অকাল প্রয়াণে পুরো ব্যাচ শোকস্তব্ধ।

ইএইচ

Link copied!