Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫,

খাল থেকে ববি কর্মকর্তার লাশ উদ্ধার

ববি প্রতিনিধি

ববি প্রতিনিধি

মে ৮, ২০২৫, ০৭:২৫ পিএম


খাল থেকে ববি কর্মকর্তার লাশ উদ্ধার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক নুরুল হকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় সংলগ্ন পশ্চিম কর্ণকাঠি গ্রামের পাশে বয়ে যাওয়া একটি খাল থেকে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান নুরুল হক। পরে দুপুর ২টার দিকে এলাকাবাসী তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, "নুরুল হক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তার হাতে বিদ্যুতের তার প্যাঁচানো ছিল। আমরা তিনটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি।"

এদিকে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক নুরুল হকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।

এক শোকবার্তায় তিনি বলেন, "নুরুল হকের মৃত্যুতে আমরা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"

ইএইচ

Link copied!