ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ৩০ জুলাই, ২০২৫
Amar Sangbad

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৯, ২০২৫, ০৪:০৩ পিএম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে প্রথমবারের মতো ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা তার সমকক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (বিদ্যমান একাডেমিক কাঠামোতে) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (বাস্তবায়ন প্রক্রিয়াধীন)।

আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩ আগস্ট দুপুর ১২টা থেকে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। 

মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের অন্তর্বর্তীকালীন সমন্বিত প্রশাসনিক কাঠামোর প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

যেসব শিক্ষার্থী ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তাদের পূর্বের আবেদনই এই বিশ্ববিদ্যালয়ের আবেদন হিসেবে বিবেচিত হবে। তবে যারা আবেদন প্রত্যাহার করবেন, তাদের আবেদন ফি ফেরত দেয়া হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।  সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের যেকোনো শাখায় অথবা অনলাইন ডেবিট/ক্রেডিট কার্ড ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ফি জমা দেয়া যাবে।

ভর্তি পরীক্ষার ইউনিট ও সময়সূচি:

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ২২ আগস্ট (শুক্রবার), বেলা ৩টা–৪টা
বিজ্ঞান ইউনিট: ২৩ আগস্ট (শনিবার), বেলা ১১টা–১২টা
ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৩ আগস্ট (শনিবার), বেলা ৩টা–৪টা
প্রবেশপত্র সংগ্রহ: ১৭ আগস্ট থেকে
আসনবিন্যাস প্রকাশ: ২০ আগস্ট থেকে।

পরীক্ষাগুলো রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদনের ওয়েবসাইট ও অন্যান্য বিস্তারিত তথ্য জানতে আগ্রহীদের সংশ্লিষ্ট ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিআরইউ

Link copied!