Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪,

স্পেনে বাংলাদেশ রাষ্ট্রদূতের বাসভবনে বাংলা নববর্ষ উদ্‌যাপন

মো. সুমন মিয়া:

মো. সুমন মিয়া:

এপ্রিল ১৭, ২০২৪, ০৪:১৫ পিএম


স্পেনে বাংলাদেশ রাষ্ট্রদূতের বাসভবনে বাংলা নববর্ষ উদ্‌যাপন

স্পেনের রাজধানী  মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বরণ করে নেওয়া হয়েছে নতুন বছরকে। রোববার (১৪ এপ্রিল) রাষ্ট্রদূতের বাসভবনে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের সাথে বাংলা নববর্ষ ১৪৩১ উদ্‌যাপন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, এনডিসি ও মিসেস ফরিদা আক্তার আমন্ত্রিত অতিথিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে  নারী-পুরুষদের জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত শিল্পীরা ঐতিহ্যগত বাংলা গান পরিবেশন করেন।

বর্ণাঢ্য  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী, স্পেন প্রবাসী বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্পেন প্রবাসী বাংলাদেশি শিশু -কিশোররা তাদের পরিবারসহ।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে পহেলা বৈশাখের বিভিন্ন প্রকারের সুস্বাদু  বর্তা ও বাহারি খাবারের আপ্যায়ন করা হয়।

বিআরইউ

Link copied!