Amar Sangbad
ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫,

মালয়েশিয়াজুড়ে টার্গেটেড স্ট্রাইক অপারেশন: আটকের অর্ধেকই বাংলাদেশি

আশরাফুল মামুন, মালয়েশিয়া

আশরাফুল মামুন, মালয়েশিয়া

মে ৯, ২০২৫, ০৮:২৭ পিএম


মালয়েশিয়াজুড়ে টার্গেটেড স্ট্রাইক অপারেশন: আটকের অর্ধেকই বাংলাদেশি

মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে পরিচালিত অভিবাসন বিভাগের সমন্বিত অভিযান ‘অপস গেমপুর বারসাসার’-এ মোট ১,২৭০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে অন্তত ৪৫০ জনের বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসী রয়েছেন। অভিযান চালানো হয় ৮ মে, মালয়েশিয়ার উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যে।

গ্রেপ্তার এড়াতে অনেক অভিবাসী পায়ে হেঁটে পালানোর চেষ্টা করেন, কেউ কেউ কাদা-মাটিযুক্ত জলাভূমিতে ঝাঁপ দিয়েও পালাতে চেয়েছেন, তবে শেষ রক্ষা হয়নি।

মালয়েশিয়ান গণমাধ্যমগুলো জানিয়েছে, অবৈধ অভিবাসীদের আশ্রয় ও নিয়োগ দেওয়ার অভিযোগে ১১ জন মালয়েশিয়ান নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।

সবচেয়ে বড় অভিযানটি চালানো হয় জোহর রাজ্যের পাঁচটি জেলায়, যেখানে নির্মাণ খাতে কাজ করা ৩৩০ জন বিদেশি শ্রমিককে আটক করা হয়েছে। অভিযানে ৫০ বছর বয়সী এক মালয়েশীয় নির্মাণ সাইট ম্যানেজারকেও আটক করা হয়, যিনি অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে সন্দেহভাজন।

জোহর অভিবাসন বিভাগের পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, “পরিদর্শনের ভিত্তিতে আমরা ২৩৯ জন বাংলাদেশি পুরুষ, ৬৫ জন ইন্দোনেশিয়ান (যাদের মধ্যে ৪ জন নারী), ২৪ জন মিয়ানমার নাগরিক, একজন পাকিস্তানি এবং একজন ভিয়েতনামি নাগরিককে আটক করেছি। এদের বয়স ২০ থেকে ৫৭ বছরের মধ্যে।”

আটকদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার আওতায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, পাসের মেয়াদোত্তীর্ণ হওয়া এবং অস্থায়ী কাজের অনুমতির অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

ইএইচ

Link copied!