ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫
Amar Sangbad

‘দৌড়’ ভাঙল স্ট্রিমিং রেকর্ড!

বিনোদন প্রতিবেদক 

বিনোদন প্রতিবেদক 

মে ১৭, ২০২২, ০২:৪৬ এএম

‘দৌড়’ ভাঙল স্ট্রিমিং রেকর্ড!

গত ঈদে ‘হইচই’ রিলিজ করে মোশাররফ করিম অভিনীত ওয়েব সিরিজ ‘দৌড়’। ট্রেলার রিলিজের পরই দর্শকের মাঝে অভাবনীয় সাড়া ফেলে সিরিজটি। হইচই কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম সাত দিনে পূর্বের সব স্ট্রিমিং রেকর্ড ভেঙে দিয়েছে ‘দৌড়’।

হইচই বাংলাদেশের রিলিজ করা সিরিজগুলোর মধ্যে প্রথম সাত দিনে সবচেয়ে বেশিসংখ্যকবার স্ট্রিমিং করা সিরিজ। রিলিজের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শক ‘দৌড়’ নিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছে। 

মুভি আর সিরিজবিষয়ক গ্রুপগুলোতে এসেছে প্রচুর ইতিবাচক রিভিউ। এর ব্যতিক্রম হয়নি তারকাদের ক্ষেত্রেও। বরেণ্য অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা ফেসবুকে তার ভেরিফাইড প্রোফাইলে সিরিজটি নিয়ে লিখেছেন, ‘প্রথম সিজন শেষ। সিজন-২ এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ভালো লাগলো রায়হান খান।’

মহানগর সিরিজে এসআই মলয় চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ানো অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান লিখেছেন, ‘ডিরেক্টর রায়হান খানকে খুব ভালো কাস্টিং এবং সিনেমাটোগ্রাফির জন্য অনেক ধন্যবাদ। তারিক আনাম খান এবং আজাদ আবুল কালামকে একই ফ্রেমে কী যে দারুণ এনজয় করেছি!’ 

এছাড়াও গুণী অভিনেতা শহিদুল আলম সাচ্চু ফেসবুক লাইভে এসে সিরিজটি নিয়ে তার মুগ্ধতার কথা জানান। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসায় ভাসছেন মোশাররফ করিম। তিনি বলেন, ‘ঈদ আমাদের কাছে সব সময়ই স্পেশাল আর এবার হইচই দৌড়ের রেকর্ডসংখ্যক ভিউ এ উৎসবের আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে।

এর সঙ্গে জড়িত সবার সহযোগিতাই এ সাফল্যের নেপথ্য কারণ। আমি সিরিজের পরিচালক রায়হান খান, দৌড়ের পুরো টিম আর হইচই -র কাছে কৃতজ্ঞ।’

উল্লেখ্য, এই সিরিজে রুহুল আমিন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো সিরিজে অভিনয় করেছেন বাস্তব জীবনে তার সহধর্মিণী রোবেনা রেজা। রায়হান খানের পরিচালনায় এই সিরিজে আরও অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান ও ইন্তেখাব দিনার। এছাড়া চার চোরের চরিত্রে আছেন ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, স্বগত এবং উজ্জ্বল মাহমুদ।

Link copied!