ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫
Amar Sangbad

‘পাত্র চাই’ বিজ্ঞাপন দেওয়ার এক সপ্তাহের মধ্যেই অন্তঃসত্ত্বা স্বস্তিকা!

বিনোদন ডেস্ক

নভেম্বর ৩০, ২০২২, ০৩:২০ পিএম

‘পাত্র চাই’ বিজ্ঞাপন দেওয়ার এক সপ্তাহের মধ্যেই অন্তঃসত্ত্বা স্বস্তিকা!

টালিউডের আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ‍্যায় নাকি গর্ভবতী? টলিপাড়ায় আপাতত বিয়ের মরশুম। তার মাঝে হঠাৎ করেই স্বস্তিকা একটা ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা গেল বেবি বাম্প নিয়ে মিরর সেলফি তুলেছেন তিনি। আর তা পোস্টও করেছেন। আপাতত সেই পোস্টেই এখন শুভেচ্ছার বন্যা।

গত সপ্তাহেই স্বস্তিকা ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়েছিলেন। দিনকয়েক যেতে না যেতেই দিলেন মা হতে চলার সুখবর। নীল রঙের সালোয়ার পরে আছেন তিনি। খোলা চুল। চোখে-মুখে হালকা ক্লান্তির ছাপ, তবে একটা হাসির রেশ এনে দিয়েছে স্নিগ্ধতা। ছবির ক্যাপশনে কিচ্ছু লেখেননি। আর তাতেই যেন অনুরাগীদের উৎসাহ আরও বেড়েছে।

একজন কমেন্টে লিখলেন, ‘বাবা কে?’ আরেকজন লিখলেন, ‘এখন তো দেখছি মা হওয়ার হিড়িক লেগেছে। সোনম-আলিয়া-বিপাশার পর আপনিও! শুভেচ্ছা রইল।’ অন্য জনের মনে প্রশ্ন, ‘আমি তো জানতাম স্বস্তিকা ডিভোর্সি। কিছুই তো বুঝতে পারছি না।’

তবে আপনাদের বলে রাখি, এটা একটা প্রচারেরই অঙ্গ। খুব জলদি আসছে অভিনেত্রীর ওয়েবসিরিজ ‘কালা’। তাঁকে একাধিক লুকে দেখা যাবে এই হিন্দি সিরিজে। আর সেখান থেকেই নিজের গর্ভবতী লুকটা শেয়ার করে নিয়েছেন তিনি। তাঁর চরিত্রের নাম ঊর্মিলা। ১ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘কালা’।

এর আগে নিজের পাত্র চাই পোস্টে স্বস্তিকা জানিয়েছিলেন কীরকম ছেলে তাঁর পছন্দ। তাতে লিখেছিলেন, ‘গায়ের রঙ শ্যামবর্ণ হলেও চলবে। ফর্সা হতে হবে না।’ সঙ্গে পাত্রকে অতি অবশ্যই ‘বই পড়তে ভালোবাসতে হবে। গান শুনতে ভালবাসতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বেড়াতে যেতে ভালোবাসতে হবে। ইংরাজি ব্যবহার না করে বাংলা ভাষায় পুরো ১০ মিনিট টানা কথা বলতে পারতেই হবে।’

এখানেই শেষ নয়, সারমেয়দের প্রতি পাত্রের ভালোবাসা থাকতে হবে। স্বস্তিকার সাফ বার্তা, ‘আমায় না ভালোবাসলেও চলবে, কিন্তু কুকুরদের মাথায় করে রাখতে হবে। এই সব গুণ থাকলে যোগাযোগ করবেন, বাকি যা যা পারেন না সেগুলো আমি সামলে নেবো।’

নিজের এই অভিনবত্বের কারণেই তো তিনি একইভাবে জায়গা করে নেন রোজ লাখ-লাখ ভক্তদের মনে। এখন কালা আসার অপেক্ষা!

সূত্র-ইন্ডিয়াটাইমস

Link copied!