Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

মঞ্চস্থ হলো `অচলায়তন‍‍`

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২৬, ২০২৩, ০৭:৫৭ পিএম


মঞ্চস্থ হলো `অচলায়তন‍‍`

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চায়িত হয়েছে আবুল কালাম আজাদের নির্দেশনায় প্রাচ্যনাটের নাটক `অচলায়তন‍‍`।

‍‍`আলী যাকের নতুনের উৎসব ২০২৩‍‍` এর সমাপনি দিন বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) নাটকটি মঞ্চস্থ হয়।

গত (২১ জানুয়ারি) শুরু হওয়া ৬ দিনব্যাপী এ নাট্যোৎসবে ৫টি নাট্যদলের ৫ জন নির্দেশকের ৫টি নতুন নাটক প্রদর্শিত হয়।
ইউনিলিভার বাংলাদেশ, আইএফআইসি ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় নাগরিক নাট্য সম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‍‍`আলী যাকের নতুনের উৎসব ২০২৩‍‍` এর আয়োজনের সহযোগিতা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 
গত (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ৬ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করবেন নাট্যজন ফেরদৌসী মজুমদার।
৬ দিনব্যাপী এই নাট্যউৎসবে ৫ নাটক হলো- শুভাশিস সিনহা নির্দেশিত হৃৎমঞ্চ রেপারটরির প্রযোজনায় ‍‍`রিমান্ড‍‍`, অলোক বসু নির্দেশিত থিয়েটার ফ্যাক্টরির প্রযোজনায় ‍‍`দ্য রেসপেক্টফুল প্রস্টিটিউট‍‍`, মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত বটতলার প্রযোজনায় ‍‍`সখী রঙ্গমালা‍‍`, বাকার বকুল নির্দেশিত তাড়ুয়ার প্রযোজনায় ‍‍`আদম সুরত‍‍` এবং আজ শেষ দিন মঞ্চস্থ হয়  আজাদ আবুল কালাম এর নির্দেশনায় নাটক অচলায়তন। শৃঙ্খলা ভাঙার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক অচলায়তন।

এসবি/ এ আরএস

Link copied!