ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad

অন্তহীন তানজিন তিশা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

জানুয়ারি ২৯, ২০২৩, ০৭:১৪ পিএম

অন্তহীন তানজিন তিশা

নাটকের অপরূপা সুন্দরী তানজিন তিশা। অভিনয় দক্ষতা আর নিজের মুগ্ধতা ছড়িয়ে চলেছে অনবদ্ধভাবে। একাধিক বড় তারকার নায়কের সিনেমার অফার আসলে ফিরিয়ে দিতে দেখা গেছে তাকে। অন্তহীন তানজিন তিশা নাটকে একের পর এক দাপটের সাথে কাজ করে চলেছেন এই অভিনেত্রী। 

সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষ্যে একটি নাটকে কাজ করেছেন তিনি। নাটকের নামও ‘অন্তহীন’। গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতাহ্ আনান।

বিশ্ব ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে নাটকটি মুক্তি পাবার কথা রয়েছে।

যেখানে দেখা গেছে ‘নয়ন বিস্তীর্ণ সরিষা খেতের মধ্যে ছুটে চলেছে এক অপরূপ সুন্দরীর পেছনে। তার মুখে সুখের হাসি, যখনই মেয়েটার কাছে এসে মুখ দেখতে যাবে, তখনই নয়নের বাবা ঘুম থেকে ডেকে তোলে! বাস্তবে নয়, এটা নয়নের নিত্যকার স্বপ্ন। 

আর প্রতিদিন স্বপ্নের ঠিক এই মুহূর্তে তার বাবা ঘুম ভেঙে দেয়! গল্পের শুরুটা স্বপ্ন দিয়ে হলেও বাস্তবেও একটা সময় নয়ন খুঁজে পায় তার স্বপ্নের তারাকে। এতে তারা চরিত্রে তানজিন তিশা।

গল্পের গভীরতা প্রসঙ্গে নির্মাতার ভাষ্য এমন, ‘আমাদের গল্পটি স্বপ্ন দিয়ে শুরু হলেও দ্রুতই চরিত্র দুটি বাস্তবে মুখোমুখি হয়। তাদের মধ্যে প্রেমটাও হয়। এরপর তারা মুখোমুখি হন নতুন বাস্তবতার। দুটো চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন তিশা। আশা করছি ভালোবাসা দিবসের নাটক হিসেবে দর্শকরা অন্য এক প্রেমের গল্প দেখতে পারবেন।’

এছাড়াও নাটকে আরও অভিনয় করেছেন বড়দা মিঠু, টুনটুনি, শাহবাজ সানি, কাজল প্রমুখ।
 

Link copied!