ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

অনেকেই আমাকে বাঙালি ভেবে বাংলায় কথা বলতে শুরু করেন : বিদ্যা বালান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুলাই ১১, ২০২৩, ০৬:৫৩ পিএম

অনেকেই আমাকে বাঙালি ভেবে বাংলায় কথা বলতে শুরু করেন : বিদ্যা বালান

বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে দেখে লোকজন বাঙালি ভাবেন! সম্প্রতি এমনটাই জানালেন ‘কাহানি’র নায়িকা। আর হবে নাই বা কেন তার পথ চলাই যে শুরু হয়েছিল একটি বাংলা ছবি দিয়ে, ‘ভালো থেকো’। এরপর ২০০৫ সালে তিনি বলিউডে ডেবিউ করেন, তাও আবার কিনা শরৎচন্দ্রের ‘পরিণীতা’ গল্পের প্রেক্ষাপটে তৈরি একই নামের ছবি দিয়ে। ফলে সেখানেও তাকে বাঙালির চরিত্রে দেখা গেছে। এছাড়া ‘কাহানি’ ছবি তো আছেই। ফলে একাধিক বাঙালি চরিত্রে অভিনয় করার দরুণ তাকে অনেকেই বাঙালি বলে ভুল করেন 
এক সাক্ষাৎকারে বিদ্যা বালান জানান, আজও তাকে অনেকেই বাঙালি মনে করেন যেখানে তিনি আদতে একজন দক্ষিণ ভারতীয়।

অভিনেত্রী তার এই সাক্ষাৎকারে বলেন, ‘অধিকাংশ লোকজন আমায় বাঙালি মনে করেন। তারা আমার সঙ্গে বাংলা ভাষাতেই কথা বলেন। আমি বাংলা ভাষাটা জানি বলে বলতে বা বুঝতে পারি। কিন্তু আমার পরিবার মাঝে মধ্যে হতবাক হয়ে যায় গোটা বিষয়টা দেখে।’ 
তিনি আরও বলেন, ‘আমাকে কেউ ভিদ্যা বললে আমি তাদের বিদ্যা দিদি বলতে বলি।’

সঞ্চালক তার সঙ্গে মশকরা করে বাংলায় কথা বললে অভিনেত্রী সেই কথার উত্তর ভাঙা ভাঙা বাংলাতেই দেন। বলেন ‘আমি মন থেকে বাঙালি।’

তবে আপনি জানেন কি এই দক্ষিণ ভারতীয় অভিনেত্রী যতই ভালো বাংলা বলুন না কেন তার পছন্দের খাবার কী? তিনি দক্ষিণী খাবার খেতেই পছন্দ করেন জলখাবারে। অভিনেত্রীর কথায়, ‘সব থেকে সেরা দক্ষিণ ভারতীয় খাবার আমার বাড়িতেই পাওয়া যায়। আমি বাইরের দক্ষিণ ভারতীয় খাবার একদম খেতে পারি না। কত কত সোডা দিয়ে দেয়, বাপ রে! ইডলি, ধোসার মতো ভালো জলখাবার হয় না।’

সাক্ষাৎকারে বিদ্যা বালান জানান, তিনি দক্ষিণ ভারতীয় বিয়ে বাড়িতে যান কেবল সেখানকার খাবারের জন্য। অভিনেত্রীর কথায়, ‘দক্ষিণ ভারতীয় কারও বিয়েতে নিমন্ত্রণ পেলেই জলখাবার খেতে চলে যেতাম। জলখাবারটাই এত ভালো হয় এসব জায়গায় যে লাঞ্চ বা ডিনার কিছুই আর করার প্রয়োজন হয় না।’ 

Link copied!