Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫,

জায়েদ খানের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১৩, ২০২৩, ০৬:৩১ পিএম


জায়েদ খানের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন নায়ক জায়েদ খান। যে কারণে তাকে লিগ্যাল নোটিশ দিয়েছেন এক আইনজীবী।

রোববার ঢাকা জজকোর্টের আইনজীবী মুনিমা মান্নান এ লিগ্যাল নোটিশ পাঠান।

‘নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান সুন্দরী নারীতে’-বক্তব্যটি ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে জায়েদ খানকে লিগ্যাল নোটিশ করা হয়েছে।

শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া থেকে বিরত না থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে লিগ্যাল নোটিশে জানানো হয়েছে।

লিগ্যাল নোটিশে আইনজীবী মুনিমা মান্নান উল্লেখ করেন, গত ১২ আগস্ট জায়েদ খান একটি বাংলা ছবির সংবাদ সম্মেলনে রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ‘নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান সুন্দরী নারীতে’ বক্তব্যটি দেন। তার এ বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের সমগ্র নারীদের সম্মান ক্ষুণ্ন ও হেয়প্রতিপন্ন করা হয়েছে।

বাংলাদেশের সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকার প্রদান করা হয়েছে। অথচ নারীর প্রতি জায়েদ খানের এমন অবজ্ঞা এবং কুরুচিপূর্ণ বক্তব্য নারীদের হেয়প্রতিপন্ন করা হয়েছে।

আরএস

Link copied!