ডিসেম্বর ১০, ২০২৩, ০৪:৪৯ পিএম
নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। এরপর তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। এ সময় হিরো আলম নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।
প্রার্থিতা ফিরে পেয়ে হিরো আলম বলেন, এলাকার লোকজন আমাকে বলেছে এবারে নির্বাচনেও দাঁড়াতে। তাই দাঁড়িয়েছি।সুষ্ঠু নির্বাচন হলে জয়ী হবো। আশা করছি আমাকে সবাই ভোট দিয়ে নির্বাচিত করবে। নির্বাচিত হলে সবার জন্য কাজ করবো।
আজ (১০ ডিসেম্বর) দুপুর ৩টা ৫০ মিনিটের দিকে নির্বাচন ভবন অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় দিয়েছেন।
এর আগে আপিলে অংশ নিতে দুপুরে নির্বাচন কমিশনে আসেন হিরো আলম। মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে গত ৬ ডিসেম্বর আপিল আবেদন করেন তিনি।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে হিরো আলম মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম তার প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন।
আরএস