Amar Sangbad
ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫,

মাদারীপুরে মোটরসাইকেল খাদে পড়ে কলেজের পিয়ন নিহত

জাহিদ হাসান, মাদারীপুর

জাহিদ হাসান, মাদারীপুর

মে ৯, ২০২৫, ০৪:০২ পিএম


মাদারীপুরে মোটরসাইকেল খাদে পড়ে কলেজের পিয়ন নিহত

মাদারীপুরের রাজৈর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সরোয়ার বেপারী (৩৫) নামে এক সরকারি কলেজের পিয়ন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একই মোটরসাইকেলের আরোহী জসিম শিকদার (৩৫)। তিনি মাদারীপুর আদালতের আইনজীবী সহকারী (মোহরী) হিসেবে কর্মরত।

বৃহস্পতিবার রাতে উপজেলার শাখারপাড়-কবিরাজপুর আঞ্চলিক সড়কের কবিরাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সরোয়ার বেপারী মাদারীপুর সদর উপজেলার ডিসি ব্রিজ এলাকার ১নং শকুনি গ্রামের বাসিন্দা এবং মাদারীপুর সরকারি কলেজে পিয়ন পদে কর্মরত ছিলেন। আহত জসিম শিকদার একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সরোয়ারসহ ৬ জন ৩টি মোটরসাইকেলে করে মাদারীপুর থেকে কবিরাজপুর যাচ্ছিলেন। পথিমধ্যে শাখারপাড় ব্রিজ অতিক্রম করে একটি বাঁকে পৌঁছালে সরোয়ারের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে সরোয়ার ও তার সহযাত্রী জসিম গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সরোয়ারকে মৃত ঘোষণা করেন। আহত জসিমকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. এনায়েত করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হওয়ার খবর রাজৈর হাসপাতাল থেকে পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ইএইচ

Link copied!