Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪,

এ আর রাহমানের সঙ্গে সম্পর্ক, যা বললেন মোহিনী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৪, ০৪:২৬ পিএম


এ আর রাহমানের সঙ্গে সম্পর্ক, যা বললেন মোহিনী

অস্কারজয়ী সুরকার এ আর রাহমান ও সায়রা বানুর বিবাহবিচ্ছেদের ঘোষণা নিয়ে গত কয়েক দিন নেটপাড়া উত্তাল। 

স্ত্রী সায়রা বানুর সঙ্গে তাঁর ২৯ বছরের দাম্পত্যজীবন শেষ হচ্ছে—এমন ঘোষণায় অবাক ভক্ত-অনুসারীরা। এই খবরের কয়েক ঘণ্টা পর রাহমানের দলের বেজ গিটারিস্ট মোহিনী দে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। আর তার পর থেকে নেট–দুনিয়ায় নানান ফিসফাস শুরু হয়ে যায়। অনেকের মতে, বাঙালি কন্যা মোহিনীই রাহমান আর সায়রার সাজানো সংসার ভেঙেছেন। বিষয়টি নিয়ে এ আর রাহমান ও সায়রা বানু খোলাসা করলেও নীরব ছিলেন মোহিনী। এবার নীরবতা ভেঙেছেন এই বেজ গিটারিস্ট। ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে মোহিনী তাঁর সঙ্গে রাহমানের সম্পর্কের ব্যাপারে পরিষ্কার করেছেন।

এ আর রাহমানের বিবাহবিচ্ছেদের খবরে তাঁর ভক্তরা ভেঙে পড়েছেন। এদিকে এ আর রাহমানের ব্যান্ডের বেজ গিটারিস্ট মোহিনী দে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে জানান যে সুরকার স্বামী মার্ক হার্টসাচের সঙ্গে তিনি দাম্পত্যজীবনের ইতি টানতে চলেছেন। এ খবরের সঙ্গে সঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমের পাশাপাশি নেটাগরিকেরা দুইয়ে দুইয়ে চার করে ফেলেন। রাহমান আর মোহিনীর সম্পর্ককে ঘিরে নেট–দুনিয়ায় নানান কথা উড়তে থাকে।

সম্প্রতি এক ভিডিও পোস্টের মাধ্যমে মোহিনী সব গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন। এই পোস্টের মাধ্যমে ট্রলারদের সমুচিত জবাব দিয়েছেন তিনি। এই বাঙালি গিটারিস্ট জানিয়েছেন যে এ আর রাহমান তাঁর বাবার মতো এবং তাঁর আদর্শ। মোহিনী আরও বলেছেন যে রাহমানের এক মেয়ে তাঁরই বয়সী। আর সাড়ে আট বছর ধরে রাহমানের সঙ্গে গিটারিস্ট হিসেবে কাজ করার সুবাদে তাঁর ক্যারিয়ার আকার পেয়েছে বলে ভিডিওতে এই খ্যাতনামা গিটারিস্ট জানিয়েছেন। মোহিনী আরও বলেছেন যে তাঁরা একে অপরের প্রতি ভালোবাসা আর সম্মান বজায় রেখে চলেন। মোহিনী সবার কাছে তাঁর এই সিদ্ধান্তকে সম্মান করার জন্য আবেদন জানিয়েছেন। কারণ, তাঁর এই বিচ্ছেদ ব্যক্তিগত ও যন্ত্রণাময় বলে তিনি উল্লেখ করেছেন।

ভিডিওর সঙ্গে মোহিনী এক দীর্ঘ নোট লিখেছেন। এই নোটে তিনি লিখেছেন, ‘আমার এবং এ আর রাহমানের বিরুদ্ধে সব ভিত্তিহীন ও ভুল তথ্য দেখে আমি সত্যি বিস্মিত। সংবাদমাধ্যম এই দুই ঘটনাকে অশ্লীল ও অতিরঞ্জিত করে তুলেছে। রাহমানের সঙ্গে ওনার ছবিতে কাজ করেছি এবং বিভিন্ন ট্যুরে গিয়েছি। আমি সাড়ে আট বছর ধরে ওনার সঙ্গে কাজ করেছি। এক শিশুর মতো আমি এই সময়কে সম্মান করি। আমি এটা দেখে হতাশ হচ্ছি যে এই আবেগভরা বিষয়গুলোকে ঘিরে মানুষের কোনো সম্মান, সহানুভূতি ও সহমর্মিতা নেই। এ আর রাহমান একজন কিংবদন্তি। আর উনি আমার পিতৃসম, আমার ক্যারিয়ার গড়ার এবং আমাকে গড়ে তোলার পেছনে ওনার অনেক বড় অবদান আছে।’

মোহিনী এই পোস্টে আরও বলেছেন, ‘আমি কাউকে কোনো সাফাই দিতে চাই না। কিন্তু আমি এ–ও চাই না যে কেউ আমার দিনকে খারাপ করুক। তাই দয়া করে মিথ্যা রটনা বন্ধ করুন, আর আমাদের গোপনীয়তাকে সম্মান করুন।’

এ আর রাহমানের সঙ্গে স্ত্রী সায়রা বানুর বিচ্ছেদের কয়েক ঘণ্টা পর সুরকার মার্ক হার্টসাচের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন বেজ গিটারিস্ট মোহিনী দে। দুই বিচ্ছেদের ঘটনা নিয়ে দুইয়ে দুইয়ে চার মিলিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। দুজনের সম্পর্কের গুঞ্জনও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কলকাতার মেয়ে মোহিনী এ আর রাহমানের সঙ্গে ৪০টির বেশি শো করেছেন। তবে এই অভিযোগ উড়িয়ে দেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। বিষয়টি নিয়ে জোর আলোচনার মধ্যে রিপাবলিক টিভিতে তিনি জানান, বিচ্ছেদের পেছনে দুজনের কোনো যোগসূত্র নেই। এ আর রাহমান ও সায়রা বানু নিজেরা মিলে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।

আরএস

Link copied!