মে ৩, ২০২৫, ১১:২৩ এএম
বাংলাদেশের সংগীতাঙ্গনের প্রখ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর তাঁর ফেসবুক পেজে বেগম খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন, যা ইতিমধ্যেই ভক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। খালেদা জিয়ার দেশে ফেরার আগমুহূর্তে তাঁর হৃদয়স্পর্শী কথাগুলো রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।
আজ শনিবার সকাল ৮টা নাগাদ আসিফ আকবর ফেসবুকে লিখেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরছেন আপন ঠিকানায়। কাতার সরকারের পাঠানো রাজকীয় বিমানে চিকিৎসা নিতে লন্ডন গিয়েছিলেন, ফিরবেন ৫ মে ইনশাআল্লাহ।’ তাঁর এই স্ট্যাটাসটি ছিল এক দিকে খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের প্রতি শ্রদ্ধা, আর অন্যদিকে তাঁর আগমনকে ঘিরে দেশবাসীর কাছে এক গভীর আশা।
আসিফ আকবর আরও যোগ করেছেন, ‘বর্তমান ইন্টেরিম সরকার বেগম জিয়ার জন্য স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা গ্রহণ করেছিল, সরকারকে ধন্যবাদ।’ তবে খালেদা জিয়ার দেশে ফিরতে, তিনি বেছে নিয়েছেন বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট। আসিফ আকবর জানান, ‘হিথ্রোর মতো ব্যয়বহুল এয়ারপোর্টে সরকারি টাকার অপচয় এড়াতে তিনি বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরছেন।’ তাঁর এই সিদ্ধান্তটি অনেকের কাছেই অত্যন্ত অনুপ্রেরণামূলক বলে মনে হয়েছে।
এছাড়া, তিনি সিলেট হয়ে ঢাকা ফেরার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে লিখেছেন, ‘বাংলাদেশ বিমানের এই ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকা আসে। ম্যাডামের জন্য বিমান কর্তৃপক্ষ চেয়েছিল ফ্লাইটটি সরাসরি ঢাকা আসুক, পরে সিলেট যাবে, কিন্তু ম্যাডাম সাধারণ মানুষের মতো সিলেট হয়ে ফিরতে চেয়েছেন।’
এদিকে, আসিফ আকবর খালেদা জিয়াকে বাংলাদেশের জাতীয়তাবাদের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। ‘তিনি সারাটা জীবন দেশের জন্যে চিন্তা করেছেন, কষ্ট করেছেন, অত্যাচারিত হয়েছেন, আর তার জন্য আমরা গর্বিত। আমাদের একজন খালেদা জিয়া আছেন, যিনি জাতীয় ঐক্যের প্রতীক।’
বিশেষভাবে, আসিফ তার স্ট্যাটাসে সকলকে আহ্বান জানিয়েছেন, ‘ম্যাডামের আগমন উপলক্ষ্যে এয়ারপোর্টে গিয়ে হাঙ্গামা না করলেই ভালো। রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার সিদ্ধান্ত হবে আরও মহত্তর।’ তাঁর এই উদাত্ত আহ্বান দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশের প্রতিফলন, যেখানে সাধারণ মানুষের শান্তিপূর্ণ আগমনকে প্রাধান্য দেওয়া উচিত।
আসিফ আকবরের এই আবেগময় স্ট্যাটাস শুধু একজন শিল্পী হিসেবে তাঁর দায়িত্বশীলতা নয়, বরং বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশও। তাঁর এই মন্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ঐক্যবদ্ধতার প্রতি এক শক্তিশালী বার্তা হিসেবে অনুধাবিত হচ্ছে।
বিআরইউ