ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫
Amar Sangbad

‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির মূলহোতা গ্রেপ্তার

বিনোদন ডেস্ক   

বিনোদন ডেস্ক   

জুন ১৭, ২০২৫, ১১:৪৩ পিএম

‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির মূলহোতা গ্রেপ্তার

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির মূলহোতা টিপু সুলতান (৩৫) কে নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার বিকেল ৫টা ৫০ মিনিটে জেলা শহরের মোহাম্মদিয়া হোটেলসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত টিপু সুলতান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সূত্রে জানা গেছে, ঢাকার বনানী থানায় কপিরাইট আইনে দায়ের করা এক মামলায় টিপু সুলতান ১ নম্বর এজাহারভুক্ত আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগে বলা হয়েছে, টিপু সুলতান ‘তাণ্ডব’ সিনেমার সম্পূর্ণ এইচডি সংস্করণ অবৈধভাবে পাইরেসি করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেন, যা কপিরাইট আইন লঙ্ঘনের শামিল।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, "জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়। দেশের চলচ্চিত্র শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে আমরা সর্বদা তৎপর।"

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, "গ্রেপ্তার টিপু সুলতান জিজ্ঞাসাবাদে পাইরেসির ঘটনা স্বীকার করেছেন। এটি একটি সুসংগঠিত চক্রের কাজ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।"

জানা গেছে, সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল) বাদী হয়ে বনানী থানায় মামলাটি দায়ের করেন। বর্তমানে আসামিকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ইএইচ

Link copied!