Amar Sangbad
ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫,

অভিনেতা মুকুল দেব মারা গেছেন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ২৪, ২০২৫, ০২:৪৭ পিএম


অভিনেতা মুকুল দেব মারা গেছেন

বলিউড তারকা সালমান খানের সহ অভিনেতা মুকুল দেব মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৪ বছর।

শুক্রবার (২৪ মে) গভীর রাতে তিনি দিল্লিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মুকুল দেব বেশ কিছু দিন ধরে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মুকুলের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় প্রথম জানান অভিনেতা মনোজ বাজপায়ী। মুকুলের মৃত্যুর খবর ছড়াতেই বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

মনোজের মতোই রাহুলের এক বান্ধবী অভিনেত্রী দীপশিখা নাগপালও সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। অভিনেতার একটি পুরনো ছবিসহ ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘রিপ’। আরও লেখেন, ‘মাত্র ৫৪ বছরে বন্ধু চলে গেল! এটা কী হলো? আমি এটা বিশ্বাস করতে পারছি না মুকস।’

বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মুকুল দেব। ছোটপর্দা থেকে বড়পর্দা- সব জায়গাতেই তিনি সাফল্যের সঙ্গে কাজ করেছেন। প্রথম সিনেমা ‘দস্তক’-এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনও। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ সিনেমায় মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের। হিন্দি ছাড়াও তিনি মালয়ালি, গুজরাটি, পাঞ্জাবি, মরাঠি, ইংরেজি এবং বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন।

মুকুল দেবের জন্ম নয়াদিল্লিতে এক পাঞ্জাবি পরিবারে। বড় ভাই রাহুল দেবও জনপ্রিয় অভিনেতা। মুকুলের বাবা হরি দেব সেই সময়ের সহকারী পুলিশ কমিশনার ছিলেন। বিভিন্ন সংস্কৃতির সঙ্গে ছোট ছেলের প্রাথমিক পরিচিতি গড়ে তুলেছিলেন তিনিই। হরি দেব মুকুলকে আফগান সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি পুশতু ও ফার্সি ভাষায় দক্ষ ছিলেন মুকুল দেব। এ ছাড়াও তিনি ‘ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমি’র একজন প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট ছিলেন।

আরএস

Link copied!