ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ৩০ জুলাই, ২০২৫
Amar Sangbad

ঐশ্বরিয়া রায়ের প্রেম থেকে সংসার: ভাঙাগড়ার গল্পের শেষ কোথায়?

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

জুন ২, ২০২৫, ১২:৩১ পিএম

ঐশ্বরিয়া রায়ের প্রেম থেকে সংসার: ভাঙাগড়ার গল্পের শেষ কোথায়?

বলিউডের রূপের রানি ঐশ্বরিয়া রায় বচ্চন—একজন বিশ্বসুন্দরী, অভিনেত্রী এবং সাংসারিক জীবনের এক রহস্যময় চরিত্র। তাঁর জীবন নিয়ে ভক্ত ও সমালোচকদের কৌতূহলের শেষ নেই। প্রেম, বিয়ে, পরিবার এবং নানা বিতর্কে ঘেরা ঐশ্বরিয়ার জীবন যেন এক চলন্ত সিনেমা, যার দৃশ্যপট কখনো সুখের, কখনো বেদনার।

প্রেমের শুরু—সালমান খানের সঙ্গে আলোচিত অধ্যায়

ঐশ্বরিয়ার প্রেমজীবনের প্রথম বড় অধ্যায় শুরু হয় সালমান খানের সঙ্গে সম্পর্ক দিয়ে। ১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সানম’ সিনেমার শুটিংয়ের সময় তাঁদের প্রেম শুরু হয়। বলিউডে তখন এই জুটিকে ‘পাওয়ার কাপল’ হিসেবেই দেখা হতো। কিন্তু এই সম্পর্ক বেশি দিন টেকেনি।

২০০২ সালে ঐশ্বরিয়া প্রকাশ্যে সালমানের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন। 

তিনি বলেন, “সালমান আমার গায়ে হাত তুলতেন, মানসিকভাবে অত্যাচার করতেন।” এরপর এই সম্পর্কের ইতি ঘটে। তবে এই ভাঙন ছিল বলিউডের সবচেয়ে আলোচিত ও চর্চিত সম্পর্ক ভঙ্গ।

অভিষেক বচ্চনের আগমন

সালমানের পর ঐশ্বরিয়ার জীবনে আরেক বলিউড তারকা, অভিষেক বচ্চনের আবির্ভাব ঘটে। একসঙ্গে কাজ করেন ধুম ২, গুরু, উমরাও জান, রাম গোপাল ভার্মা কি আগ সিনেমায়। ২০০৭ সালে তাঁদের বিয়ে হয় এক রাজকীয় আয়োজনের মাধ্যমে। বিয়ের পর ঐশ্বরিয়া ‘রায়’ থেকে ‘রায় বচ্চন’ হয়ে যান। এই বিয়ে বচ্চন পরিবার এবং ভক্তদের কাছে ছিল এক স্বপ্নপূরণের মুহূর্ত।

সংসারজীবন—শান্ত নাকি কল্পিত?

দাম্পত্য জীবনের শুরুর দিকে সবকিছু ছিল স্বাভাবিক। ২০১১ সালে তাঁদের কোলজুড়ে আসে মেয়ে আরাধ্যা। কিন্তু বিগত কয়েক বছর ধরে বলিপাড়ায় গুঞ্জন—ঐশ্বরিয়া ও অভিষেকের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।

একাধিক অনুষ্ঠানে ঐশ্বরিয়াকে অভিষেক ছাড়া দেখা গেছে, আবার অনেক সময় অভিষেককে তাঁর স্ত্রীর পারিবারিক অনুষ্ঠান বা বিদেশ সফরে অনুপস্থিত দেখা গেছে। ২০২৩ সালেও কান ফিল্ম ফেস্টিভ্যালে ঐশ্বরিয়ার একক উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হয়।

গুঞ্জন কি বাস্তব?

গুঞ্জন অনুযায়ী, অভিষেক ও ঐশ্বরিয়ার মধ্যে মতবিরোধ বাড়তে থাকায় তাঁরা নাকি আলাদা থাকছেন। তবে এই বিষয়ে বচ্চন পরিবার কখনোই সরাসরি কিছু বলেনি। বিভিন্ন সময়ে অভিষেক সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর ছবি শেয়ার করে ‘গুঞ্জন থামানোর চেষ্টা’ করেছেন।

তবে সমালোচকদের মতে, ঐশ্বরিয়া বচ্চন পরিবারের ‘প্রটোকল ও নিয়মকানুন’-এর সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারেননি। আবার অনেকের মতে, তিনি এখন তাঁর মেয়ে আরাধ্যাকে কেন্দ্র করে জীবন পরিচালনা করছেন, যেখানে ‘অভিষেকের প্রভাব তুলনামূলকভাবে কম’।

শেষ পর্যন্ত কী?

এখন পর্যন্ত ঐশ্বরিয়া ও অভিষেকের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদের কোনও ঘোষণা নেই। তাঁরা বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়ে ‘সবকিছু ঠিক আছে’ এমন ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন।

তবে বলিউডে এমনটা মানা যায়—যেখানে ধোঁয়া আছে, সেখানে আগুনও আছে। ভক্তরা আজও তাঁদের সুখী দাম্পত্য জীবনের স্বপ্ন দেখেন, তবে বাস্তবতা অনেক সময় পর্দার চেয়েও জটিল

ঐশ্বরিয়া রায়ের জীবনের প্রেম, বিচ্ছেদ ও সংসার—সব মিলিয়ে এক নাটকীয় গল্প। সময়ই বলে দেবে, এই গল্পের শেষ অধ্যায় কী হবে।

ইএইচ

Link copied!