ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ৩০ জুলাই, ২০২৫
Amar Sangbad

বলিউডের বিখ্যাত ৬ রোমান্টিক জুটি

বিনোদন ডেস্ক

জুন ৩, ২০২৫, ১১:০১ এএম

বলিউডের বিখ্যাত ৬ রোমান্টিক জুটি

বলিউড মানেই যেন প্রেম, আর সেই প্রেমের গল্পগুলো পর্দায় জীবন্ত হয়ে উঠেছে কিছু অবিস্মরণীয় জুটির মাধ্যমে। সময় বদলেছে, সিনেমার রূপ বদলেছে, কিন্তু এই রোমান্টিক জুটিগুলো আজও দর্শকদের মনে রয়ে গেছে এক বিশেষ জায়গায়। একেক যুগে একেক জুটি হয়ে উঠেছে বলিউড প্রেমকাব্যের প্রতীক।

রাজ কাপুর – নার্গিস:
সাদাকালো যুগের রোমান্সে ভরা এই জুটি যেন বলিউড প্রেমের সূচনাপর্ব। ‘আওয়ারা’, ‘শ্রী ৪২০’-এর মতো ছবিতে শুধু অভিনয় নয়, তারা শিখিয়েছিলেন ভালোবাসার ভাষা। গুঞ্জন আছে, পর্দার প্রেম একসময় বাস্তবেও ছুঁয়ে গিয়েছিল তাঁদের। তবে সে প্রেম পূর্ণতা পায়নি।

দিলীপ কুমার – বৈজয়ন্তীমালা:
ক্লাসিক প্রেমের রাজপথের এই জুটি দর্শকদের মুগ্ধ করেছিল ‘দেবদাস’, ‘মধুমতী’ আর ‘গঙ্গা যমুনা’-তে। তাদের অভিনয় ছিল, আবেগের গভীর ছোঁয়া, যা আজও প্রাসঙ্গিক।

ফারুক শেখ – দীপ্তি নাভাল:
স্বচ্ছ, সৎ, নরম আবেগে মোড়ানো এক প্রেম—এমনটাই উপহার দিয়েছেন ফারুক ও দীপ্তি। ‘সাথ সাথ’ কিংবা ‘কিসি সে না ক্যাহনা’—প্রেম এখানে ছিল জীবনের মতোই বাস্তব।

অমিতাভ বচ্চন – রেখা:
এই জুটি বলিউডের সবচেয়ে রহস্যময় প্রেমের প্রতীক। ‘সিলসিলা’-তে যা দেখা গেছে, বাস্তবে সে প্রেম কি সত্যিই ছিল? উত্তর অজানা, কিন্তু দর্শক হৃদয়ে তাঁদের প্রেম আজও উজ্জ্বল।

ঋষি কাপুর – নীতু সিং:
রিল থেকে রিয়েল—সবখানে সফল এই জুটি। ‘কাভি কাভি’, ‘অমর আকবর অ্যান্থনি’-তে যেমন দুর্দান্ত রসায়ন, বাস্তবেও একসঙ্গে কাটিয়েছেন চমৎকার জীবন।

শাহরুখ– কাজল:
৯০ দশকের রোমান্স মানেই শাহরুখ-কাজল। ‘ডিডিএলজে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ বা ‘কাভি খুশি কাভি গাম’—প্রতিটিতেই তাঁরা প্রেমিক-প্রেমিকার সংজ্ঞা পাল্টে দিয়েছেন।

সময় বদলেছে, ভালোবাসার ধরনও পাল্টেছে। কিন্তু এই ছয় জুটি বলিউডে প্রেমকে নিয়ে গেছে এক অন্য উচ্চতায়—যেখানে আবেগ, সম্পর্ক আর অনস্ক্রিন রসায়ন মিলে তৈরি করেছে চিরন্তন স্মৃতি। তাঁদের প্রেম ছিল যেন সিনেমার গণ্ডি পেরিয়ে আমাদের হৃদয়ের গল্প।

বিআরইউ

Link copied!