ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad

মারা গেছেন দেবদাস খ্যাত অভিনেত্রী নাজিমা

বিনোদন ডেস্ক

আগস্ট ১৩, ২০২৫, ১০:৪২ এএম

মারা গেছেন দেবদাস খ্যাত অভিনেত্রী নাজিমা

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নাজিমা। যিনি সত্তরের দশকে পার্শ্ব-চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছিলেন। ৭৭ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। 

সোমবার তার কাজিন জারিন বাবু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

নাজিমা বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। দীর্ঘদিন ধরে লাইমলাইট থেকে দূরে থাকা এই অভিনেত্রী জীবনের শেষ দিনগুলো মুম্বাইয়ের দাদারে তার দুই সন্তানের সঙ্গে কাটিয়েছেন। নীরবতা আর একাকীত্বে মোড়ানো ছিল তার জীবনের শেষ অধ্যায়।

বলিউড হয়তো একজন নায়িকাকে হারালো কিন্তু নাজিমা তার অসামান্য অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। নাজিমা তার অভিনয় জীবনে মূলত নায়িকাদের বোন বা বান্ধবীর চরিত্রে অভিনয় করেছেন। 

'দেবদাস' ছবিতে পারোর ছোটবেলার বান্ধবী, 'আয়ে দিন বাহার কে'-তে আশা পারেখের বোন এবং 'ড্রিম গার্ল'-এ হেমা মালিনীর ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে তার অভিনয় দর্শক মনে গভীর ছাপ ফেলে। রাজ কাপুর প্রযোজিত 'অব দিল্লি দূর নেহি' ছবিতেও তার অভিনয় ছিল প্রশংসিত।

রাজেশ খান্না-র সঙ্গে 'অউরত' ও 'ডোলি', এবং সঞ্জীব কাপুরের সঙ্গে 'নিশান'-এর মতো ছবিতে তার অভিনয় স্মরণীয় হয়ে আছে। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে 'মনচলি', 'প্রেম নগর', 'অনুরাগ' এবং 'বেইমান'।

১৯৪৮ সালের ২৫ মার্চ মহারাষ্ট্রের নাসিকে জন্মগ্রহণ করেন মেহর-উন-নিসা, যিনি পরবর্তীতে নাজিমা নামেই পরিচিত হন। মাত্র ৪ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে 'বেবি চাঁদ' নামে তার অভিনয় জীবন শুরু হয়। বিমল রায় পরিচালিত 'দো বিঘা জমিন' ছবিতে বড় বোনের চরিত্রে অভিনয় করে তিনি প্রথমবার দর্শকের নজর কাড়েন।

জেএইচআর

Link copied!