টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আগস্ট ১৩, ২০২৫, ১২:৪৪ পিএম
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনায় মাছ ধরতে যাওয়া এক নৌকার পাঁচ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে এই পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়।
এরা হলেন শাহপরীর দ্বীপ আলি আহমেদ এর ছেলে ইলিয়াস (৪১), ইলিয়াসের ছেলে আক্কল আলি (২০) ও নুর হোসেন (১৮) কালু মিয়ার ছেলে সাবের হোসেন (২২) ও একি এলাকার নুর হোসেনর ছেলে সাইফুল ইসলাম (২৫) তারা প্রত্যেকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাসিন্দা।
সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম। তিনি জানান, প্রতিদিনের মতো নৌকাযোগে নাফ নদের মোহনায় ছোট্ট জাল নিয়ে মাছ ধরতে যান পাঁচ জেলে। হঠাৎ আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট যোগে এসে অস্ত্রের মুখে এদের নিয়ে গেছে বলে জানান ফিরে আসা অন্য জেলেরা।
শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার জেলে সমিতির সভাপতি আবদুল গনি জানান, শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার নৌকার মালিক মোহাম্মদ ইলিয়াসের একই পরিবারের তিন জনসহ পাঁচ জেলে সাগরে মাছ ধরতে যান। সাগর থেকে ফিরে আসার সময় তাদেরকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। জেলের স্বজনরা বিষয়টি বিজিবিকে জানিয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জেলে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি এবং বিজেবি ও কোস্ট গার্ডকে এ বিষয় দ্রুত উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
জেএইচআর