আমার সংবাদ ডেস্ক
আগস্ট ৭, ২০২৫, ১২:১৩ পিএম
গত মাসে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। তবে সব বিভেদ ভুলে আবারও এক হয়েছিলেন। কিন্তু মাস পেরোতেই আবারও আলোচনায় হিরো আলমের স্ত্রী রিয়া মনি।
হিরো আলম ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে জানান, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে।
দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপড়েন যাচ্ছে হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনির। আলমের বাবার মৃত্যুর পর থেকেই এই বিবাদ সামনে আসে।
এরপর একাধিকবার রিয়া মনির বিরুদ্ধে অভিযোগ তোলেন আলম। রিয়া মনির বিরুদ্ধে থানায় মামলাও করেছেন হিরো আলম। সেই মামলায় গ্রেফতারও করা হয় রিয়া মনিকে। তবে এর পরদিন জামিন পান রিয়া মনি।
বৃহস্পতিবার মধ্যরাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে হিরো আলম অভিযোগ করেন তার স্ত্রী কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারে হোটেলে রাত কাটাচ্ছে। সেই সঙ্গে রিয়ামনি ও ম্যাক্স অভির দুটি ছবিও শেয়ার করেন হিরো। যা ঘিরে শুরু হয় তুমুল আলোচনা।
হিরো আলম ফেসবুকে লেখেন, রিয়া মনি ম্যাক্স অভি আবারো কট খাইলেন। তারা বর্তমানে কক্সবাজার হোটেলে আছেন।
এই পোস্টের পর আবারও হিরো আলম একাধিক পোস্ট করেন দুজনকে নিয়ে। যেখানে একটি পোস্টে তিনি অভিযোগ করেন, রিয়া মনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়ে। অবৈধ পরকীয়া করে আবারও তার প্রমাণ হলো। কক্সবাজার আজকে ধরা পড়েছে হোটেলে অভির সঙ্গে।
সঙ্গে হোটেল রুমের একটি ভিডিও শেয়ার করেন হিরো আলম।
জেএইচআর