Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

যুক্তরাষ্ট্রে বন্যায় ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৩০, ২০২২, ০১:৫৮ পিএম


যুক্তরাষ্ট্রে বন্যায় ১৬ জনের মৃত্যু

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে ৬ শিশুসহ কমপক্ষে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় এ রাজ্যের গভর্নর এ্যান্ডি বেশায়ার সতর্ক করে  বলেন, ‘দানবের’ মতো ভয়াবহ এ বন্যায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 

বেশায়ার জানান, এতে প্রাণ হারানো ১৬ জনের মধ্যে ছয় শিশু রয়েছে। এদের চারজন একই পরিবারের।

এদিকে আকস্মিক বন্যায় আটকে পড়াদের খুঁজে বের করতে শুক্রবার অনুসন্ধান ও উদ্ধার দলকে নৌযান ও হেলিকপ্টার ব্যবহার করতে দেখা যায়। খবর এএফপি’র।

স্থানীয় আবহাওয়া দপ্তর থেকে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত কেন্টাকি। বৃষ্টির পানিতে প্লাবিত সেখানকার বেশিরভাগ রাস্তাঘাট।

বর্তমানে সেখানকার ২৩ হাজারের বেশি মানুষ বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত। ২৪ ঘণ্টা বিরতিহীন বৃষ্টিপাতে বাড়ছে পানির উচ্চতা।

এই ঘটনায় বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কেন্টাকির বন্যাকে তিনি বড় বিপর্যয় বলেও আখ্যা দিয়েছেন। এছাড়াও উদ্ধার তৎপরতায় কেন্দ্রের তরফ থেকে সহায়তা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

বন্যা কবলিত কেন্টাকির বাসিন্দাদের উদ্ধারে বেশ কয়েকটি টিম নিয়োগ করেছে দেশটির জরুরি বিভাগ। কয়েক শতাধিক নৌকা নিয়ে কাজ করছে তারা। সেখানে হেলিকপ্টার নিয়েও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

 

আমারসংবাদ/টিএইচ

Link copied!