Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

ইউক্রেনের বিজয় না আসা পর্যন্ত বিশ্রাম নেবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২২, ২০২২, ০৭:০৪ পিএম


ইউক্রেনের বিজয় না আসা পর্যন্ত বিশ্রাম নেবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক টুইটে বলেছেন, যতক্ষণ পর্যন্ত ইউক্রেনের বিজয় না আসবে ততক্ষণ পর্যন্ত তারা বিশ্রাম নেবেন না।

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বুধবার জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেন। সেখানে দেওয়া ভাষণেরই কিছু অংশ তিনি টুইট করেছেন তিনি।

টুইটে তিনি লিখেছেন, ইউক্রেনীয়রা শুধুমাত্র তাদের দেশকে রক্ষা করছে না। তারা আমাদের মান এবং পুরো বিশ্বের নিরাপত্তার জন্য লড়াই করছে। যতক্ষণ পর্যন্ত ইউক্রেনের বিজয় না আসছে ততক্ষণ আমরা বিশ্রাম নেব না।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর ইউক্রেনকে যে কয়েকটি দেশ সবচেয়ে বেশি সহায়তা দিচ্ছে তাদের মধ্যে অন্যতম হলো যুক্তরাজ্য।

রাশিয়া যখন ইউক্রেনে হামলা করে তখন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন লিজ ট্রাস। কিন্তু সেপ্টেম্বরে বরিস জনসন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। এরপর প্রধানমন্ত্রী হন লিজ ট্রাস। প্রধানমন্ত্রী হয়েই তিনি ঘোষণা দেন, ইউক্রেনে যুক্তরাজ্যের সহায়তা বাড়বে। সূত্র: আল জাজিরা

এবি

Link copied!