ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

মুসলিমদের বয়কটের ডাক বিজেপি সাংসদের

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১১, ২০২২, ০১:১৪ এএম

মুসলিমদের বয়কটের ডাক বিজেপি সাংসদের

মুসলিমদের বিরুদ্ধে চরম আপত্তিকর মন্তব্য করে এবার বিতর্কের ঝড় তুললেন বিজেপি সাংসদ প্রবেশ বর্মা।
বিজেপি নেতাদের ইসলামোফোবিয়ারআরেকটি উদাহরণ সামনে এলো। নুপূর শর্মা, নবীন জিন্দলের পর এবার দিল্লির বিজেপি সাংসদ প্রবেশ বর্মা বিশ্ব হিন্দু পরিষদের একটি অনুষ্ঠানে মারাত্মক কথা বলেছেন।

মুসলিমদের নাম না করে তিনি বলেছেন, ‍‍`‍‍`ওদের বয়কট করুন। ওদের স্টল থেকে সবজি কেনার কোনো দরকার নেই। ওরা যদি লাইসেন্স ছাড়া মাংসের দোকান খোলে, তা হলে পুরসভাকে বলে বন্ধ করার ব্যবস্থা করুন।‍‍`‍‍` প্রবেশ বলেছেন ‍‍`‍‍`আপনারা যদি ওদের সোজা রাখতে চান, তাহলে সম্পূর্ণ বয়কট করুন। আপনারা কি এটা মানেন? মানলে হাত উঁচু করুন এবং আমার সঙ্গে বলুন, আমরা ওদের বয়কট করব এবং ওদের চাকরিতে রাখব না। ‍‍`‍‍`

প্রবেশ বর্মার এই মন্তব্য সহ ভিডিও ভাইরাল হয়েছে।  এই কথা যে তিনি বলেছেন, তা প্রবেশ বর্মা মেনে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি জানিয়েছেন, ‍‍`‍‍`আমি কোনো ধর্মীয় সম্প্রদায়ের নাম করিনি। ওখানে একজন যুবককে খুন করার প্রতিবাদে সভা ডাকা হয়েছিল। যারা খুন করেছে, আমি তাদের পরিবারকে বয়কট করার কথা বলেছি।‍‍`‍‍`
বিশ্ব হিন্দু পরিষদ(ভিএইচপি)-র দাবি, সুন্দর নগরীতে মনীশ কুমার নামে এক ব্যক্তিকে তিনজন মিলে খুন করেছে। তারা সকলেই মুসলিম। তারই প্রতিবাদে জনসভা ডেকেছিল তারা।

কিন্তু বিরোধী কংগ্রেস, এআইএমআইএম নেতারা নিশ্চিত, প্রবেশ মুসলিমদেরই বয়কট করতে বলেছেন।

রাজনৈতিক প্রতিক্রিয়া

কংগ্রেস মুখপাত্র শামা মোহামেদের প্রতিক্রিয়া, ‍‍`‍‍`বিজেপি সাংসদ প্রবেশ বর্মা দিল্লির মানুষকে বলেছেন, তারা যেন আর্থিক দিক থেকে মুসলিমদের বয়কট করে। এরপরেও কি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ানোর অভিযোগে পুলিশ প্রবেশ বর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? প্রধানমন্ত্রী কি এর নিন্দা করবেন না? নাকি এটাই বিজেপি-র সবকা সাথ সবকা বিকাশ?‍‍`‍‍` তিনি তার টুইটে প্রধানমন্ত্রীকেও ট্যাগ করেছেন।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, দিল্লি পুলিশের এক সিনিয়র অফিসার তাদের বলেছেন, কেউ পুলিশের কাছে কোনো অভিযোগ করেনি। তবে ভিডিও ফুটেজ পুলিসের কাছে আছে। তারা তা খতিয়ে দেখছে।

এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসি বলেছেন, ‍‍`‍‍`বিজেপি সাংসদ দেশের রাজধানীতে জনসভায় খোলাখুলি মুসলিমদের বয়কট করানোর শপথ দেওয়াচ্ছেন। বিজেপি কি দিল্লিতে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধঘোষণা করলো? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল কেন চুপ করে আছেন?‍‍`‍‍`

ওয়েইসির দাবি, ‍‍`‍‍`সংবিধানের ১৭ অনুচ্ছেদে অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা হয়েছে। কোনোভাবে অস্পৃশ্যতা ছড়ালে তা দণ্ডনীয় অপরাধ। দেশের ক্ষমতাসীন দলের সাংসদ যদি এই কথা বলেন তো সংবিধানের আর কি মূল্য রইল?‍‍`‍‍`

বিজেপি বিধায়কেরও বিতর্কিত মন্তব্য

একই অনুষ্ঠানে  ছিলেন দিল্লির বিজেপি বিধায়ক ও বিশ্ব হিন্দু পরিষদের নেতা বিনোদ বনসল। তিনি বলেছেন, মনীশ কুমারকে ‍‍`‍‍`জেহাদি মনোভাবের মানুষেরা খুন করেছে। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম। আমরা যদি চাই তো, ২৪ ঘণ্টার মধ্যে ওদের শিক্ষা দিতে পারি। কিন্তু আমরা আইন মেনে চলি। দেশের বিচারবিভাগের উপর আমাদের আস্থা আছে।‍‍`‍‍`

কেন এই মন্তব্য 
প্রবীণ সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য ডিডাব্লিউকে জানিয়েছেন, ‍‍`‍‍`দিল্লি পুরসভার নির্বাচন আসছে। বিজেপি সেখানে ক্ষমতায় আছে। কেজরিওয়ালের আপ এবার পুরসভা দখল করতে চায়। প্রতিটি নির্বাচনের আগে এরকমভাবেই বিভাজনের চেষ্টা চলে। এভাবেই তারা জিততে চায়। পুরসভা নির্বাচনেও আগেও এইভাবে বিভাজনের চেষ্টা হচ্ছে।‍‍`‍‍`

দিল্লি বিধানসভা নির্বাচনের আগে এক কেন্দ্রীয় মন্ত্রী স্লোগান দিয়েছিলেন, ‍‍` দেশ কা গদ্দারো কো‍‍`, আর সামনে বসা বিজেপি-র কর্মী-সমর্থকরা ধুয়ো তুলেছিলেন, ‍‍`গোলি মারো ... কো‍‍`।

মানবাধিকার কর্মী ও সাংবাদিক আশিস গুপ্তর দাবি, ‍‍`‍‍`গত কয়েক বছরে দিল্লিতে বিজেপি নেতারা একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন।‍‍`‍‍`‍‍`‍‍` ডিডাব্লিউকে তিনি জানিয়েছেন, ‍‍`‍‍`একজন নেতার বিরুদ্ধেও পুলিশ ব্যবস্থা নেয়নি।‍‍`‍‍`
আশিস বলেছেন, ‍‍`‍‍`সাংসদ হিসাবে তো প্রবেশ বর্মা সংবিধান অনুয়ায়ী শপথ নিয়েছেন। অথখচ তিনি যা বলেছেন, তা সংবিধানবিরোধী কথা। তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া উচিত। নূপুর শর্মার ক্ষেত্রে বিজেপি বলেছিল, তারা একেবারে গুরুত্বহীন নেতা। প্রবেশ বর্মার মতো সাংসদের বিরুদ্ধে তো তা বলা যাবে না।‍‍`‍‍`  

ইএফ

Link copied!