ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

যেকোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকবে চীন: জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০৭:০৬ পিএম

যেকোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকবে চীন: জিনপিং

বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি যতই বদলে যাক না কেন, ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, বিশ্ব, সময় ও ইতিহাস বদলে যাওয়ার এই জটিল পরিস্থিতিতে ইরান ও চীন একে অপরকে সাহায্য করছে, একাত্মতা এবং সহযোগিতায় একসঙ্গে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেইজিং সফররত ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে সাক্ষাতে এ প্রত্যয় জানান চীনের প্রেসিডেন্ট। ২০ বছরেরও বেশি সময় পর কোনো ইরানি প্রেসিডেন্ট চীন সফর করছেন।

শি জিনপিং বলেন, একতরফাবাদ ও আধিপত্যবাদ প্রতিরোধ করতে এবং সার্বভৌমত্ব, স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় ইরানকে সমর্থন করে চীন। তিনি আরো বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং ইরানের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার ক্ষেত্রে বহিঃশক্তি যেসব পদক্ষেপ নিচ্ছে, তার বিরোধিতা করে বেইজিং।

পরমাণু কর্মসূচিকে ঘিরে ইরান এখনো মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এ নিয়েও কথা বলেছেন চীনা প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে বাস্তসম্মত ও সঠিক সমাধানে পৌঁছাতে কাজ করে যাবে চীন।

এর আগে মঙ্গলবার ইরান ও চীনের মধ্যে ২০টি সহযোগিতা ও সমঝোতা স্মারক সই হয়। রায়িসি ও জিনপিং‍‍`র উপস্থিতিতে এসব স্মারক সই হয়।

যেসব বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা ও সমঝোতা স্মারক সই হয়েছে তার মধ্যে রয়েছে দুর্যোগ ও সংকট মোকাবেলা ও ব্যবস্থাপনা, পর্যটন, আইসিটি, পরিবেশ, আন্তর্জাতিক বাণিজ্য, কপিরাইট, কৃষি, রপ্তানি, স্বাস্থ্য-চিকিৎসা, গণমাধ্যম, ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্য। সূত্র: পার্সটুডে

এবি

Link copied!