Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪,

ইউক্রেন যুদ্ধের অজুহাতে ইউরোপের নয়া রুশ বিরোধী প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ০৯:০১ পিএম


ইউক্রেন যুদ্ধের অজুহাতে ইউরোপের নয়া রুশ বিরোধী প্রস্তাব

ইউরোপীয় পার্লামেন্ট রুশ-বিরোধী নয়া প্রস্তাব পাস করেছে। ইউক্রেনকে আরও বেশি অস্ত্র পাঠানোর ক্ষেত্র প্রস্তুত করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। কিন্তু কিয়েভকে যত বেশি অস্ত্র সরবরাহ করা হবে যুদ্ধ ততই দীর্ঘ হবে।

ইউক্রেন যুদ্ধের অজুহাতে ইউরোপসহ পশ্চিমা দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারা যুদ্ধ বন্ধের কোনো উদ্যোগ না নিয়ে কিয়েভকে সব ধরণের অস্ত্র সরবরাহ করে এসেছে। এই পদক্ষেপ ইউক্রেনে যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে ইন্ধন জুগিয়েছে। পশ্চিমা দেশগুলো সম্প্রতি হঠাৎ করেই ইউক্রেনকে অস্ত্রের চালান দেওয়ার ঘটনা বাড়িয়ে দিয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ইউরোপীয় সংসদ ইউক্রেন যুদ্ধের অজুহাতে রাশিয়ার বিরুদ্ধে একটি নতুন প্রস্তাব পাস করেছে। ওই প্রস্তাবে কিয়েভকে যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানানো হয়েছে।

ইউরোপীয় পার্লামেন্ট একদিকে ইউক্রেনকে ক্রমাগত অস্ত্র সরবরাহ করে যুদ্ধ অবসানের পথ বন্ধ করছে। অপরদিকে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পারমাণবিক সংঘাতের আশঙ্কা বেড়ে যাচ্ছে বলে হুশিয়ারি দিচ্ছে এবং এ নিয়ে আলোচনারও দাবি জানাচ্ছে।

ডেইলি টেলিগ্রাফ এক প্রতিবেদনে লিখেছে, পশ্চিমারা ইউক্রেনের জন্য অস্ত্র সরবরাহ করতে সক্ষম নয়। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীও বলেছেন: ইউক্রেনের সেনারা যদি অস্ত্র ব্যবহারে সংযত না হয় তাহলে তাদের গুলি শেষ হয়ে যাবার আশঙ্কা রয়েছে।

এবি

Link copied!