Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

সুদান থেকে পালাতে পারে ৮ লাখ মানুষ : জাতিসংঘ

মো. মাসুম বিল্লাহ

মে ২, ২০২৩, ০১:৩৭ পিএম


সুদান থেকে পালাতে পারে ৮ লাখ মানুষ : জাতিসংঘ

চলমান সংঘাতের ফলে সুদান থেকে ৮ লাখেরও বেশি মানুষ পালিয়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

মঙ্গলবার (২ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আল জাজিরার করা প্রতিবেদনে বলা হয়েছে, সুদানে সামরিক বাহিনী ও আধা-সামরিক বাহিনীর মধ্যকার চলমান সংঘাতে দেশটির নাগরিক এবং শরণার্থীসহ ৮ লাখেরও বেশি মানুষ পালিয়ে যেতে পারে- এমন আশঙ্কা করছে জাতিসংঘের শরণার্থী সংস্থা।

সুইজারল্যান্ডের জেনেভায় এক ব্রিফিংয়ে ইউএনএইচসিআরের শরণার্থী বিষয়ক সহকারী হাই কমিশনার রাউফ মাজউ বলেছেন, ‘সকল সংশ্লিষ্ট সরকার এবং অংশীদারদের সাথে পরামর্শ করে আমরা ৮ লাখ ১৫ হাজার লোকের একটি পরিসংখ্যানে পৌঁছেছি যারা সুদান থেকে সাতটি প্রতিবেশী দেশে পালিয়ে যেতে পারে।’ দেশটিতে সংঘাত শুরু হওয়ার পর ইতোমধ্যেই ৭৩ হাজার মানুষ সুদান ছেড়ে পালিয়েছে বলে জানান তিনি।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ যে ৮ লাখ মানুষের সুদান ছেড়ে পালানোর আশঙ্কা করছে তার মধ্যে প্রায় ৫ লাখ ৮০ হাজার সুদানি নাগরিক। বাকিরা দেশটিতে শরণার্থী হিসেবে বসবাসরত।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল থেকে সুদানে সামরিক ও আধা-সামরিক বাহিনীর মধ্যে সংঘাত চলছে। এতে এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

এইচআর

Link copied!