Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

গাজায় ১৬২টি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইল: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০৩:৫৩ পিএম


গাজায় ১৬২টি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইল: জাতিসংঘ
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত চার মাসে ১৬২টি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। ওই অঞ্চলের প্রায় ৫৫ শতাংশ স্কুল পুনর্নির্মাণের প্রয়োজন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব তথ্য জানিয়েছেন।

শিক্ষা নিয়ে কাজ করা কয়েকটি সংস্থা গাজার স্কুলগুলোর ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য স্যাটেলাইটের চিত্র বিশ্লেষণ করেছে। এতে দেখা গেছে, ইসরাইলের গোলার আঘাতে গাজার ১৬২টি স্কুলভবন ক্ষতিগ্রস্ত হয়েছে; যা উপত্যকাটির মোট স্কুলের ৩০ শতাংশ। ওই অঞ্চলে মোট স্কুল আছে ৫৬৩টি, যার ২৬টি তেল আবিবের বোমার আঘাতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আনাদুলো এজেন্সি এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

এদিকে স্টিফেন ডুজারিক গণমাধ্যমকে বলেন, ইসরাইলের ব্যাপক হামলায় গাজার ১ লাখ ৭৫ হাজার ছাত্র এবং ৬৫ হাজার শিক্ষকের ক্ষতি হয়েছে। ওই অঞ্চলের প্রায় ৫৫ শতাংশ স্কুল পুনর্নির্মাণের প্রয়োজন।

বিগত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলের হামলায় গাজায় ২৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৬৮ হাজার।

উল্লেখ্য, এ সময়ে ইসরাইলি হামলার ভয়ে গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। যাদের মধ্যে ১০ লাখেরও বেশি আশ্রয় নিয়েছেন সীমান্ত শহর রাফাতে। তবে সেখানেও রেহাই নেই তাদের। গত সোমবার (১২ ফেব্রুয়ারি) গাজায় ব্যাপক হামলা চালিয়ে ইসরাইলি সেনারা অন্তত ১০০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এরই মধ্যে ইসরাইলকে চীনও সতর্কতা জারি করেছে।

বিআরইউ

Link copied!