Amar Sangbad
ঢাকা রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪,

‘প্রিয় বন্ধু’ ট্রাম্পকে অভিনন্দন জানালেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ৬, ২০২৪, ০৩:৫১ পিএম


‘প্রিয় বন্ধু’ ট্রাম্পকে অভিনন্দন জানালেন মোদি

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

‍‍`বন্ধু‍‍` ট্রাম্পকে সাথে নিয়ে ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। 

বুধবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে ট্রাম্পকে ‍‍`বন্ধু‍‍` সম্বোধন করে তার সাথে নিজের একাধিক ছবি পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী। 

মোদি লিখেছেন, এই ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। আপনার পূর্ববর্তী মেয়াদের সাফল্যের উপর ভিত্তি করে আমি ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য আমাদের সহযোগিতার পুনর্নবীকরণের জন্য উন্মুখ।

মোদি আরও বলেন, আসুন আমাদের জনগণের উন্নতি, বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য আমরা একসাথে কাজ করি।

এর আগে ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিসকে একটি অত্যাশ্চর্য বিজয়ে পরাজিত করেন ডোনাল্ড ট্রাম্প। জীবনের দুটি প্রচেষ্টায় ঐতিহাসিক নির্বাচনে জয়ে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে যাচ্ছেন এ রিপাবলিকান নেতা। 

যুক্তরাষ্ট্রের ইতিহাসে পরপর তিনটি নির্বাচনে লড়াই করে প্রথম এবং তৃতীয় দফায় জয় পাওয়া দ্বিতীয় ব্যক্তি হলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ১৮৯২ সালে একই কীর্তি দেখিয়েছিলেন দেশটির ২২তম প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড।

ইএইচ

Link copied!