Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫,

গাজায় ইসরায়েলির ব্যাপক হামলা, ১১৫ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক   

আন্তর্জাতিক ডেস্ক   

মে ১৫, ২০২৫, ০৭:৪৭ পিএম


গাজায় ইসরায়েলির ব্যাপক হামলা, ১১৫ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকায় ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। আজ বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে বিকাল হওয়ার আগেই গাজায় ১১৫ ফিলিস্তিনিকে হত্যা করে দখলদাররা।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত কয়েকদিনের চেয়ে গাজায় আজ বেশি হামলা চালানো হচ্ছে। স্বাস্থ্যখাতের সূত্রের বরাতে তারা এখন পর্যন্ত ১১৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তবে এই ১১৫ জনের মধ্যে নারী শিশু ও পুরুষ কতজন সেটি স্পষ্ট করে জানায়নি তারা।

গত ১৩ মে মধ্যপ্রাচ্য সফরে আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব ও কাতার সফর শেষে আজ তিনি সংযুক্ত আরব আমিরাতে গেছেন।

দখলদার ইসরায়েল ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে হুমকি দেয়, তিনি এই অঞ্চলে থাকা অবস্থায় যদি হামাস তাদের সঙ্গে কোনো যুদ্ধবিরতি না করে তাহলে গাজায় ব্যাপক হামলা চালানো হবে।

কাল শুক্রবার ট্রাম্প মধ্যপ্রাচ্য ছেড়ে যাবেন। কিন্তু এখনো যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে দখলদাররা ট্রাম্প যাওয়ার আগেই গাজায় বর্বরতার পরিমাণ বাড়িয়ে দিয়েছে।  

গতকাল বুধবার প্রায় ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আজ এ সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

গাজায় দুই মাসেরও বেশি সময় ধরে অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। এতে করে সেখানকার মানুষ অনাহারে জীবনযাপন করছেন। কিন্তু দখলদাররা তাদের হামলা বন্ধ রাখেনি। এতে করে নিমিষে ক্ষুধার্থ ক্লান্ত এসব মানুষের প্রাণ ঝরে যাচ্ছে।  

সূত্র: টাইমস অব ইসরায়েল

আরএস

Link copied!