আমার সংবাদ ডেস্ক
জুলাই ১৬, ২০২৫, ১০:৪৬ এএম
দখলদার ইসরায়েলের নির্বিচার হামলায় দুইজন ত্রাণপ্রার্থীসহ আরো ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ গাজায় শিশুদের অপুষ্টির হার বাড়ছে বলে সতর্ক করেছে ফিলিস্তিনি শরণার্থীর জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডাব্লিউএ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
মঙ্গলবার উত্তর গাজার শাতি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
এতে ২৩ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো বহু মানুষ।
দক্ষিণ গাজায় ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) এর ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলি চালিয়ে দুই ফিলিস্তিনি নারীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এসময় আহত হয়েছেন আরো ৩০ জন।
এ নিয়ে জিএইচএফের ত্রাণ নিতে গিয়ে ৮৭৫ ফিলিস্তিনি নিহত হলেন। এর আগে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় ভোর থেকে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
বিআরইউ