আগস্ট ২১, ২০২৫, ০৪:২৪ পিএম
আন্তর্জাতিক পর্যটক আকর্ষণে নতুন উদ্যোগ নিচ্ছে থাইল্যান্ড। এই কর্মসূচির আওতায় দেশটিতে ভ্রমণকারী বিদেশি পর্যটকদের দেওয়া হবে বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট। সরকারের লক্ষ্য, ২০২৫ সালের শেষ নাগাদ অন্তত দুই লাখ পর্যটককে এ সুবিধার আওতায় আনা।
গত বুধবার (২০ আগস্ট) থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রী সরাওং থিয়েনথং জানান, এ প্রকল্পে ৭০০ মিলিয়ন বাথ (প্রায় ২৬০ কোটি টাকা) বাজেটের প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। বাজেট অনুমোদন হলে প্রকল্পটি বাস্তবায়ন করবে থাইল্যান্ড ট্যুরিজম অথোরিটি।
‘Buy International, Free Thailand Domestic Flights’ নামের এই কর্মসূচির মাধ্যমে পর্যটকদের শুধু ব্যাংকক বা ফুকেট নয়, ইউনেসকো ঘোষিত ঐতিহাসিক নগরীসহ দেশের বিভিন্ন জনপ্রিয় গন্তব্যে ভ্রমণে উৎসাহিত করা হবে।
প্রকল্পে অংশ নেবে থাইল্যান্ডের ছয়টি এয়ারলাইনস—থাই এয়ারএশিয়া, ব্যাংকক এয়ারওয়েজ, নক এয়ার, থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল, থাই লায়ন এয়ার এবং থাই ভিয়েতজেট। সরকারের পক্ষ থেকে একমুখী টিকিটে ১,৭৫০ বাথ এবং যাওয়া–আসার টিকিটে ৩,৫০০ বাথ ভর্তুকি দেওয়া হবে। আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি চলবে, আর ভ্রমণ করা যাবে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে।
অনলাইনে বা এয়ারলাইনসের ওয়েবসাইট থেকে টিকিট কিনলে আন্তর্জাতিক পর্যটকেরা বাড়তি খরচ ছাড়াই দুটি অভ্যন্তরীণ টিকিট (যাওয়া ও আসা) পাবেন। প্রতিটি টিকিটে ২০ কেজি লাগেজ বহনের সুবিধাও থাকবে।
সরকারের আশা, এ কর্মসূচি থেকে সরাসরি আয় হবে ৮.৮১ বিলিয়ন বাথ, আর পরোক্ষ অর্থনৈতিক প্রভাব দাঁড়াবে প্রায় ২১.৮ বিলিয়ন বাথে। ২০২৫ সালকে দেশটি ইতোমধ্যেই ঘোষণা করেছে “অ্যামেজিং থাইল্যান্ড গ্র্যান্ড ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস ইয়ার” হিসেবে।
মন্ত্রী আরও জানান, অভ্যন্তরীণ পর্যটন বৃদ্ধির জন্য চালু করা ‘হাফ-প্রাইস থাইল্যান্ড ট্রাভেল’ স্কিমে বড় শহরগুলোর সব আসন ইতোমধ্যেই বুকড হয়ে গেছে। তবে ছোট শহরগুলোয় এখনও প্রায় ৫৪ হাজার আসন খালি আছে, যা সেপ্টেম্বরের মধ্যেই পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: দ্য স্ট্রেইট টাইমস