আন্তর্জাতিক ডেস্ক
আগস্ট ১৯, ২০২৫, ০৩:২২ পিএম
আফগানিস্তানে রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার হিন্দুকুশ অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। খবর রয়টার্স।
জিএফজেড জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৮৬ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে এর মাত্রা ৫ দশমিক ২ নির্ধারণ করা হলেও যাচাই-বাছাই শেষে তা পরিবর্তন হতে পারে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জিএফজেডসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। তারা বলছে, উৎপত্তিস্থল ও ভূগর্ভস্থ স্থানচ্যুতিসহ সব দিক বিশ্লেষণ করা হচ্ছে।
এর আগে, গত ১০ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে তুরস্কের ইস্তাম্বুলের কাছে বালিকেসির প্রদেশে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাব আশপাশের একাধিক প্রদেশেও ছড়িয়ে পড়ে। জিএফজেডের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০–১১ কিলোমিটার গভীরে।
সম্প্রতি রাশিয়া, জাপান, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রেও শক্তিশালী ভূমিকম্প ও সুনামি আঘাত হেনেছে। যদিও পূর্বপ্রস্তুতির কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। তবে বিশ্বব্যাপী ঘনঘন ভূমিকম্পে বাংলাদেশসহ ঝুঁকিপ্রবণ দেশগুলোতে উদ্বেগ বাড়ছে।
জেএইচআর