Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন ইশরাক হোসেন

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২২, ২০২৩, ০২:৫৭ পিএম


আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন ইশরাক হোসেন

রাজধানীর মতিঝিল থানার নাশকতার মামলায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। গত ৫ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তার সময়ের আবেদন নামঞ্জুর গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।

রোববার (২২ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ জামিন আবেদন করেন। ইশরাক হোসেনের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ এ তথ্য জানান।

মামলার অভিযোগে বলা হয়, ‘২০২০ সালের ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের নির্বাচন বানচাল করার লক্ষ্যে আসামিরা একত্রিত হয়ে বাংলাদেশ ব্যাংকের বিপরীত পাশে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের পুড়িয়ে মারার উদ্দেশ্যে গাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে গাড়িতে থাকা যাত্রীরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।’

এ ঘটনায় বিএনপি নেতা ইশরাকসহ ৪২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক আতাউর রহমান ভুইয়া।

টিএইচ

Link copied!