Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

নাশকতা মামলা

বিএনপির ১৮ নেতাকর্মীর কারাদণ্ড

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১১, ২০২৩, ০৪:০৪ পিএম


বিএনপির ১৮ নেতাকর্মীর কারাদণ্ড

নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ বিএনপির ১৮ নেতাকর্মীকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই কারাদণ্ড প্রদান করেন।

এদিন মামলাটিতে কারাগারে থাকা ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. আনোয়ারুজ্জামান ওরফে আনোয়ারের উপস্থিতিতে এই সাজা দেন বিচারক। এ ছাড়া যুবদল নেতা নীরব ও এল রহমানসহ ১৭ জন আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।

পলাতক আসামিদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট সাজা পরোয়ানা জারি করেন। তাদের গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে শাস্তি কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৬ মার্চ রাত সাড়ে ৭টার দিকে মহাখালী থেকে তিনজন যাত্রী নিয়ে বাবুল নামে এক ট্যাক্সিচালক কারওয়ান বাজারের দিকে যাচ্ছিলেন। ট্যাক্সিটি রাত ৮ টার দিকে কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে পৌঁছালে আনোয়ার ও নীরবের নেতৃত্বে বিএনপি ও এর ফ্রন্ট সংগঠনের একদল নেতাকর্মী জড়ো হয়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয়।

এ ঘটনায় ট্যাক্সিচালক বাবুল তেজগাঁও থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ১৫ জানুয়ারি আনোয়ার, নীরব, এল রহমানসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

আরএস

Link copied!