Amar Sangbad
ঢাকা বুধবার, ৩১ মে, ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

আজ ‘ভেড়া জড়িয়ে ধরা দিবস’

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ২৯, ২০২২, ০৩:১৪ পিএম


আজ ‘ভেড়া জড়িয়ে ধরা দিবস’

‘ভেড়া জড়িয়ে ধরা দিবস’ অক্টোবরের শেষ শনিবার পালিত হয়। আজ ২৯ অক্টোবর, এ মাসের শেষ শনিবার। আজ ভেড়া জড়িয়ে ধরা দিবস। এই দিবসটি ২০১০ সাল থেকে পালন করা হচ্ছে।

ভেড়া বেশ নরম স্বভারে একটি প্রাণী। এর পশম থেকে আরামদায়ক মোজা, উষ্ণতম সোয়েটার তৈরি করা যায় এবং ভেড়ার খামার করেও আর্থিকভাবে বেশ লাভবান হওয়া যায়। ভেড়ার মাংস বেশ সুস্বাদু ও দামি। তাই ভেড়া পৃথিবীতে তাদের অবদানের কথা জানান দিতে একটি আলাদা দিন দাবি করতেই পারে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই।

‘ভেড়া জড়িয়ে ধরার দিবস’ মানুষকে ভেড়ার প্রশংসা করতে অণুপ্রাণিত করে। মানুষের জীবনে নিয়ে আসা সব ভালো জিনিসের জন্য দিবসটি পালন করা হয়। এই দিনটি পালন করার জন্য নিজের ভেড়া থাকার প্রয়োজন নেই। পরিচিত কোনো বন্ধু বা যিনি ভেড়া পোষেন তার খামারে গিয়ে ভেড়ার সঙ্গে কিছু সময় কাটিয়ে আসতে পারেন।

উল্লেখ্য, একটি ভেড়ার জন্মদিনকে কেন্দ্র করে এই দিবসের উৎপত্তি। পানকিন নামে ওই ভেড়াটি একটি খামারের প্রথম ভেড়া, যাকে ১৯৯২ সালে জবাইখানা থেকে কিনে আনা হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে দারুণ বন্ধুত্বপূর্ণ স্বভাবের হয়ে উঠেছিল পানকিন।

ইএফ

Link copied!