Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

রেলে যাত্রী প্রতি আয় ৬২ পয়সা: সুজন

মো. মাসুম বিল্লাহ

জুন ২৭, ২০২২, ০৮:৪০ পিএম


রেলে যাত্রী প্রতি আয় ৬২ পয়সা: সুজন

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, রেলওয়ের প্রতি কিলোমিটারে যাত্রী প্রতি ব্যয় হয় ২ টাকা ৪৩ পয়সা। পক্ষান্তরে আয় মাত্র ৬২ পয়সা।মালামাল বহনে কিলোমিটার প্রতি খরচ হয় ৮ টাকা ৯৪ পয়সা। এ খাতে আয় মাত্র ৩ টাকা ১৮ পয়সা। গত পাঁচ বছরে আয় হয়েছে ৬৮ কোটি ৮৬ লাখ ৫১ হাজার টাকা।

সোমবার (২৩ জুন) জাতীয় সংসদে মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। সংসদের অধিবেশন পরিচালনা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

জাতীয় পার্টির সদস্য রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নে লিখিত উত্তরে ২০১৮-১৯ অর্থ বছরে তৈরি রেলওয়ে কস্টিং প্রোফাইলের ভিত্তিতে আয়-ব্যয়ের এ তথ্য তুলে ধরেন মন্ত্রী।

গত ৫ বছরে (২০১৬-১৭ অর্থ বছর থেকে ২০২০-২১ অর্থবছর) রেলের আয়ের পরিসংখ্যানও তুলে ধরেন রেলপথ মন্ত্রী। 

নুরুল ইসলাম সুজন জানান, গত পাঁচ বছরে রেল পথে ৩৬ কোটি ১৭ লাখ যাত্রী যাতায়াত করেছেন। মালামাল বহন হয়েছে ২ কোটি ৮ লাখ ১৩ হাজার টন। সে হিসেবে রেলের আয় ৬৮ কোটি ৮৬ লাখ ৫১ হাজার টাকা।

এ সময় দেশের সবচেয়ে বড় গণ-পরিবহন হিসেবে রেল যাত্রা নিরাপদ ও আরামদায়ক হওয়ায় যাত্রী পরিবহন দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলেও উল্লেখ করেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

আমারসংবাদ/এবি

Link copied!