Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ মে, ২০২৪,

বিদ্যুৎ সাশ্রয়ী যুদ্ধে সকলকে অংশগ্রহণের আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১৮, ২০২২, ০৩:০২ পিএম


বিদ্যুৎ সাশ্রয়ী যুদ্ধে সকলকে অংশগ্রহণের আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ী যুদ্ধে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সারাবিশ্বে এখন বিদ্যুৎ-জ্বালনি সংকট চলছে। সাময়িক হলেও আমাদের এই যুদ্ধে জয়ী হতে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। 

সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে প্রতিমন্ত্রীর নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয় এবং সরকারি-বেসরকারি অফিসের বিষয় নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আমরা প্রস্তাব করেছি... অফিসের সময় কমিয়ে আনা অথবা ভার্চ্যুয়ালি অফিস করার বিষয় নিয়ে। 

প্রধানমন্ত্রী বিষয়টিতে তার সিদ্ধান্ত জানাবেন। হয়তো আজই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানান প্রতিমন্ত্রী। 

এক প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন বলেন, বাসা থেকে কাজ করতে আমরা অভ্যস্ত। করোনাকালীন সময়ে আমাদের সেই প্রাকটিস হয়েছে। তবে কোনটা করলে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয় হবে, সেটা আমাদের অবস্থা বুঝে ব্যবস্থা নিতে  হবে। 

তবে এটা সত্য সারাবিশ্ব একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে। সুতরাং আমাদেরও এ যুদ্ধ অংশগ্রহণ করতে হবে। ব্যবস্থা নিতে হবে।

তিনি আরো বলেন, বিশ্বব্যাপী বিদ্যুৎ ও জালানি সংকটে বিলাসী গাড়ির ব্যবহার কমিয়ে আনা হবে। যারা গাড়ির বিলাসী ব্যবহার করছেন, তাদের তালিকা তৈরি হচ্ছে। সকল জেলা প্রশাসকদের এ বিষয়ে অবহিত করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।


আমারসংবাদ/টিএইচ

Link copied!