Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১৪, ২০২৩, ১০:১৯ এএম


বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার দেশের বিভিন্ন স্থানে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের দু‍‍`এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে ঢাকায় বৃষ্টিপাতের কোনো আভাস নেই। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমে শীত বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলাসহ রাজশাহী এবং রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তা কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।

এআরএস

Link copied!