Amar Sangbad
ঢাকা শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯

শিশুদের হাতে মোবাইল ফোন না দেওয়ার আহ্বান জাফর ইকবালের

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৬:৫১ পিএম


শিশুদের হাতে মোবাইল ফোন না দেওয়ার আহ্বান জাফর ইকবালের

শিশুদের হাতে মোবাইল ফোন না দিয়ে বই তুলে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় অমর একুশে বইমেলায় সিসিমপুরের শিশুপ্রহরের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

জাফর ইকবাল বলেন, এখন অনেক অভিভাবকদের দেখি তারা শিশুদের হাতে মোবাইল ফোন তুলে দেন। খাওয়ানোর সময় এই কাজ করেন। শিশুদের হাতে মোবাইল ফোন দেবেন না, তাদের হাতে বই তুলে দিন।

তিনি বলেন, অনেক দিন পর আমি সিসিমপুরের এই অনুষ্ঠানে আবার যুক্ত হলাম। এবার সিসিমপুরে জুলিয়া নামে নতুন এক চরিত্র যুক্ত হবে। শিশুদের অনেকের এখন দেখা যায়, বুদ্ধি কম। এটার কারণ অনেকটা বই না পড়িয়ে মোবাইল হাতে দেওয়া।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ডা. মুজাহিদুল ইসলাম।

এবি

Link copied!