Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫,

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ বড় চ্যালেঞ্জ: সিইসি

মো. মাসুম বিল্লাহ

এপ্রিল ৬, ২০২৩, ০১:২৫ পিএম


রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ বড় চ্যালেঞ্জ: সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণই বড় চ্যালেঞ্জ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রোড ম্যাপ অনুসারে যথাসময়ই অনুষ্ঠিত হবে। আগাম নির্বাচন হবে না। আর শতভাগ সুষ্ঠু ভোট ব্যালট বা ইভিএমেও সম্ভব না। ইভিএম বা ব্যালট নির্বাচনে বড় চ্যালেঞ্জ নয়। চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কমিশন কেন ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে এলো তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

সিইসি বলেন, সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক সেই প্রয়াস শেষ পর্যন্ত কমিশনের থাকবে। সব দল নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয়।

তিনি বলেন, ব্যালটে ভোট করার সিদ্ধান্ত কোনো চাপে নয়। কমিশনের নিজস্ব সিদ্ধান্ত। ব্যালটের চেয়ে ইভিএম নিরাপদ বেশি। কারচুপি বন্ধ করা সহজ। আগাম নির্বাচন হবে না, রোডম্যাপ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে কমিশন।

আরএস

Link copied!